Book Name:Achy Amaal Ki Barkatein

অর্জিত হয়। * উত্তম আমল গুনাহ ক্ষমা হওয়ার মাধ্যম। * উত্তম আমল আল্লাহর রহমত অবতীর্ণের উপায়। * উত্তম আমলের বিনিময়ে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান অর্জিত হয়। * উত্তম আমল কবরে উত্তম এবং সুন্দর আকৃতি ধারণ করে আসবে এবং আরাম ও প্রশান্তির কারণ হবে।
* উত্তম আমলের কারণে বান্দা মানুষের মাঝে উত্তম হিসেবে পরিচিত হয়। * উত্তম আমলের কারণে আয়ু বৃদ্ধি পায়। * উত্তম আমল করাতে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও মুক্তি অর্জিত হয়। * উত্তম আমল আরো বেশি উত্তম আমলের তৌফিকের কারণও হয়।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

দুনিয়া হলো কর্মক্ষেত্র

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বিষয়ে কোন সন্দেহ নেই যে, এই দুনিয়া আমল করার স্থান এবং আখিরাত হলো প্রতিদান লাভের স্থান। আমরা দুনিয়ায় যে উত্তম বা খারাপ বীজ বপন করবো, এর ফসল আখিরাতে কাটবো, উত্তম বা খারাপ প্রতিদান পাওয়াকে যেমন কর্ম তেমন ফল” আর আরবীতে کَمَا تَدِینُ تُدَان বলা হয়।

 

যেমন কর্ম তেমন ফল

          প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْبِرُّ لا يَبْلَى وَالاِثْمُ لا يُنْسَى وَالدَّيَّانُ لَايَمُوتُ فَكُنْ كَمَا شِئْتَ كَمَا تَدِيْنُ تُدَانُ অর্থাৎ নেকী পুরোনো হয় না এবং গুনাহ ভুলানো হয় না, প্রতিদান প্রদানকারী (অর্থাৎ আল্লাহ পাক) কখনো নিশ্চিহ্ন হবেন না, সুতরাং যা ইচ্ছা হয়ে যাও, তুমি যা করবে তার ফল পাবে। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ১০/১৮৯, হাদীস-২০৪৩০)

          হযরত আল্লামা আব্দুর রউফ মুনাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অর্থাৎ তুমি যেমন কাজ করবে, তেমনই তুমি তার প্রতিদান পাবে, যা তুমি কারো সাথে করবে, তাই তোমার সাথে হবে। (আত তাইসীর, ২/২২২)

 

অন্যের সাথে উত্তম আচরণ করুন

          হে আশিকানে রাসূল! আমাদের উচিৎ যে, * কাউকে কষ্ট না দেয়া, * কারো জিনিস চুরি না করা, * কারো জিনিস শরীয়তের বিনা অনুমতিতে আত্মসাৎ না করা, * কাউকে ধোঁকা না দেয়া, * কাউকে মিথ্যা অপবাদ না দেয়া, * কারো ঋণ আত্মসাৎ না করা, * কারো পারিবারিক জীবন নষ্ট না করা, * কারো সম্পর্কে কু-ধারণা প্রসার না করা, * কারো মনে কষ্ট না দেয়া, * কারো অনুপস্থিতিতে পরনিন্দা না করা, * কাউকে উপহাস করে তার সম্মানহানি না করা, *