Book Name:Achy Amaal Ki Barkatein

উচিৎ নয়, আল্লাহ পাকের নেককার বান্দারা যখন আল্লাহ পাকের নিকট কোন কিছু চায় তখন তিনি তাদের চাওয়াকে প্রত্যাখ্যান করেন না। (২) দ্বিতীয়ত এটি জানা গেলো যে, বান্দা জানুক বা না জানুক, কিন্তু নেক আমলের বরকত অবশ্যই অর্জিত হয়। তবে হ্যাঁ, কখনো সেই বরকত প্রকাশ হয়ে যায় এবং কখনো প্রকাশ হয়না। তাই যেকোন নেক আমল যতই ছোট হোক না কেন, আমাদের ছেড়ে দেয়া উচিৎ নয়। নেক আমলের এই দুনিয়াতেও উপকার রয়েছে, কিন্তু আমরা প্রতিবার বুঝতে পারি না। আখিরাতে আল্লাহ পাকের দয়ায় অবশ্যই এর উপকার হবে এবং আমরা দেখবো। (৩) তৃতীয়ত এই বিষয়টি জানতে পারলাম যে, সদকা দেয়ার অসংখ্য বরকত রয়েছে, সদকা দেয়াতে বালা মুসিবত দূর হয়, সদকা দেয়াতে বিপদ দূর হয়, সদকা দেয়াতে পেরেশানি শেষ হয়ে যায়, সদকা দেয়াতে রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং আল্লাহর পথে মন খুলে ব্যয় করা উচিৎ। মনে রাখবেন! সদকা করা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে, আমরা যতক্ষণ ধনী ও সম্পদশালী হবো না, ভালভাবে ব্যাংক ব্যালেন্স বানিয়ে নিবো না, উত্তম বাড়ি, গাড়ি এবং চাকর বাকর ওয়ালা হবো না ততক্ষণ পর্যন্ত সদকাই করবো না বরং আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী ছোট ছোট জিনিসও শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করবো, তবে এর উপকারীতা দুনিয়াতেও পাবো এবং আখিরাতেও নাজাতের উপায় হবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমলের উপর আখিরাত নির্ভরশীল

          হে আশিকানে রাসূল! এতে কোন সন্দেহ নেই যে, যখন মৃত্যু আসে তখন পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধব সবাই এখানে রয়ে যায়। শুধুমাত্র মৃত ব্যক্তিকেই সংকীর্ণ ও অন্ধকার কবরে নামিয়ে দেয়া হয়। হ্যাঁ! শুধুমাত্র নেক আমলই কবরে কাজে আসবে। সেই পরিবার যাদের শান্তিতে ঘুম পাড়ানোর জন্য নিজের ঘুমকে উৎসর্গ করা হয়, যাদের ভবিষ্যৎ সজ্জিত করার জন্য নিজের জান ও মাল উৎসর্গ করে দেয়া হয়, যাদের সুবিধার জন্য নিজের শান্তি ও আরামকে হারাতে হয়। যখনই জীবনের সফর শেষ হতে থাকে তখন সেই পরিবার নিজের চিন্তায় কষ্ট পেতে থাকে, ভবিষ্যতের অনিশ্চিত অবস্থা তাদের বিষাদগ্রস্থ করে। সাধারণত অবস্থা এমন হয়, প্রত্যেক ব্যক্তি শুধু এই চিন্তায় মগ্ন হয়ে যায় যে, আমার কি হবে? দূর্ভাগ্যক্রমে অনেক সময় এমনও হয়ে থাকে যে, মৃত ব্যক্তি তখনো ঘরেই থাকে আর মৃতের ওয়ারিশরা তার সম্পত্তি ও টাকা বন্টন নিয়ে ঝগড়া শুরু করে দেয়, আহ! মৃত ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করে আমরা আমাদের মৃত্যুর প্রস্তুতিতে লেগে যাই। এর জন্য এখনই সময়, আগামী দিনের চিন্তা করুন।

          নেক আমলের রূপে কবর ও আখিরাতে কাজে আসা নেকী সমূহ একত্রিত করে নেয়া উচিৎ। এই বিষয়টি মনে গেঁথে নেয়া উচিৎ যে, মৃত্যুর পর শুধুমাত্র নেক আমলই কাজে আসবে, সুউচ্চ অট্টালিকা, আলিশান প্রাসাদ, উচুঁ উচুঁ ঘর, ধন ও সম্পদের আধিক্য, ব্যাংক ব্যাল্যান্স,