Book Name:Achy Amaal Ki Barkatein

বয়ান শোনার নিয়্যত

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নিঃসন্দেহে উত্তম আমল অসংখ্য, যেমন; * ইলমে দ্বীন শিখা * নিয়মিত নামায রোযা পালন করা, * দরূদ শরীফ পাঠ করা, * প্রতিদিন চিন্তা ভাবনা অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ করা, * উত্তম চরিত্র অবলম্বন করা, * তাকওয়া ও পরহেযগারী অবলম্বন করা, * সদকা ও খয়রাত করা * পিতামাতার আনুগত্য করা * আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা * বড়দের আদব ও ছোটদের স্নেহ করা * প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনায় পড়া বা পড়ানো * সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহন করা * মাদানী মুযাকারায় অংশগ্রহন করা * কাফেলায় সফর করা এবং করানো * নেকীর দাওয়াত দেয়া এবং অসৎ কাজ থেকে বারণ করা * একক প্রচেষ্টা করা * ঘরে দ্বীনি পরিবেশ বানানো, * সাদায়ে মদীনা দেয়া,
* অনুরূপভাবে গুনাহ সমূহ যেমন; * মিথ্যা*গীবত * চুগলী * হিংসা * কু-ধারণা * মদপান করা এবং অপকর্ম করা, সবকিছু থেকে বেঁচে থাকা, মোটকথা! উত্তম আমল অসংখ্য।

 

          মনে রাখবেন! এই দুনিয়া আমল করার স্থান, আমরা এখানে যেই আমল করবো, তার শাস্তি অথবা প্রতিদান আমরা আখিরাতে পাবো, আমল ভাল হলে এর প্রতিদানও ভাল হবো এবং আমল খারাপ হলে তবে এর ফল খারাপই হবে। আজকের বয়ানে আমরা উত্তম আমলের বরকত সম্পর্কে শ্রবণ করবো, আমলের গুরুত্ব সম্পর্কেও কিছু পয়েন্ট বর্ণনা করা হবে। এতে কোন সন্দেহ নেই যে, আমলের প্রতিদান আখিরাতে পাবেই, কিন্তু দুনিয়াতেও উত্তম আমলের বরকত প্রকাশ পায়, এ সম্পর্কেও কিছু ঘটনা ও পয়েন্ট উপস্থাপন করা হবে। হায়! সম্পূর্ণ বয়ান যেন ভাল ভাল নিয়্যত ও পরিপূর্ণ মনযোগ সহকারে শ্রবন করার সৌভাগ্য নসীব হয়ে যায়। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد