Book Name:Fazail e Bait ul ALLAH

যেগুলো তাদেরকে কঙ্কর-পাথর দিয়ে মারছিলো। অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(২) কাবা শরীফের বরকতে আরোগ্য লাভ হয়

          প্রিয় ইসলামী ভাইয়েরা! তুব্বা’ হিমইয়ারীর ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পাই যে, কাবা শরীফ খুবই বরকতময় স্থান, এর আদব ও সম্মানের বরকতে আল্লাহর গযব থেকে মুক্তি ও রোগ থেকে আরোগ্য নসীব হয়। ওলামাগণ বলেন: কাবা শরীফের বরকতের মধ্যে একটি বরকত এটাও যে, পাখিরা এর আদবের দিকে খেয়াল রেখে এর উপর দিয়ে গমন করে না, কোন পাখি কখনোই কাবা শরীফের ছাদে বা এর দেয়ালে বসে না, তবে হ্যাঁ! যখন কোন পাখি অসুস্থ্য হয়ে যায় তখন কাবা শরীফের ছাদে বসে বা এর উপর দিয়ে গমন করে, এর বরকতে সে আরোগ্য লাভ করে।

(তাফসীরে খাযায়িনুল ইরফান, পারা ৪, সূরা আলে ইমরান, ৯৭নং আয়াতের পাদটিকা, ১২৬ পৃষ্ঠা)

 

কাবার দরজার চাবির বরকত

          শিফাউল গিরামে রয়েছে: মক্কাবাসীদের বছরের পর বছর ধরে এই রীতি ছিল যে, কোন শিশু জন্মগতভাবে বোবা হলে তাকে কাবা শরীফে নিয়ে আসতো এবং কাবা শরীফের দরজার চাবি তার মুখে রাখতো, যার বরকতে সেই শিশু কথা বলা শুরু করতো। (শিফাউল গিরাম বিআখবারিল বালাদিল হারাম, ১/৩৫৩)

                        سُبْحٰنَ الله! আল্লাহ পাক আমাদেরও কাবা শরীফের সম্মান করা ও আদব করার পাশাপাশি কাবা শরীফ দেখার, এর বরকত গ্রহন করার, কাবার গিলাফের সাথে আনন্দচিত্তে জড়ানোর, কাবার দরজায় চুমু দেয়ার, একে জড়িয়ে ধরে অধিকহারে দোয়া করার তৌফিক দান করুন হায়! কাবা শরীফের বরকতে যেন আমাদের শারীরিক অসুস্থ্যতা এবং এর পাশাপাশি গুনাহের রোগ থেকেও আরোগ্য নসীব হয়ে যায়

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

কাবা শরীফের নির্মাণ কতবার হয়েছে

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কাবা শরীফের ইতিহাস অনেক পুরোনোবর্ণনা অনুযায়ী কাবা শরীফকে ১০বার নির্মাণ করা হয়েছেবর্ণনা অনুযায়ী কাবা শরীফের প্রথম নির্মাণ ফেরেশতারা করেন, অতঃপর হযরত আদম عَلَیْہِ السَّلَام একে দ্বিতীয়বার নির্মাণ করেন।

কাবা শরীফের নির্মাণ ৫ ধরনের পাথর দ্বারা হয়েছে

          বর্ণিত রয়েছে: আল্লাহ পাকের নবী হযরত আদম عَلَیْہِ السَّلَام যখন জান্নাত থেকে এই দুনিয়ায় আগমন করেন তখন এখানে তাঁর একাকিত্ব ও আতঙ্ক অনুভব হলো, সুতরাং তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ব্যস আল্লাহ পাক তাঁকে কাবা শরীফ নির্মাণ করার নির্দেশ দিলেন। (তাফসীরে কবীর, পারা ৪, সূরা আলে ইমরান, ৯৬নং আয়াতের পাদটিকা, ৩/২৯৬)