Book Name:Fazail e Bait ul ALLAH

                        سُبْحٰنَ الله! জানা গেলো; যে কাবা শরীফে (এবং এর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ের হেরেমে পাকে) প্রবেশ হয়ে গেলো, সে নিরাপদ হয়ে গেলো।

 

মক্কায়ে পাকে আগতদের ক্ষমা করে দেয়া হয়

          ওলামায়ে কিরামগণ বলেন: যেই বান্দা কাবা শরীফে (বা হেরেমের সীমায়) প্রবেশ করে, সে নিরাপদে থাকার বিভিন্ন রূপ রয়েছে: একটি হলো, যেই সৌভাগ্যবান নেকীর নিয়্যতে হজ্জ বা ওমরা ইত্যাদি করার জন্য হেরেমে পাকে পৌঁছে যায়, সে কিয়ামতের দিন আযাব থেকে নিরাপদ থাকবে। (তাফসীরে বাগভী, পারা ৪, সূরা আলে ইমরান, ৯৭নং আয়াতের পাদটিকা, ১/৩৮৬) হাদীসে পাকে রয়েছে: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে হেরেমে পাকে এসে যায়, তার নেকী অর্জিত হয়, তার মন্দতা দূর করে দেয়া হয় এবং তাকে ক্ষমা করে দেয়া হয়। (মুজামে কবীর, ৫/৩৩২, হাদীস ১১৩২৮)

 

মক্কায়ে পাকে মৃত্যুবরণ করার ফযিলত

                        سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হলো কাবা শরীফের বরকত...! যেই সৌভাগ্যবান কাবা শরীফে, হেরেমের সীমায় এসে যায়, হজ্জের সৌভাগ্য অর্জন করে, আল্লাহ পাক তাকে আযাব থেকে মুক্তি দান করেন। একটি হাদীসে পাকে রয়েছে; রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে হেরেমাইনের কোন একটিতে (অর্থাৎ মক্কায়ে মুকাররমা বা মদীনায়ে মুনাওয়ারায়) মৃত্যুবরণ করে, সে আমার শাফায়াত পাবে এবং কিয়ামতের দিন নিরাপত্তা প্রাপ্তদের সাথে উঠবে।

(মুজামে কবীর, ৩/৫৬৮, হাদীস ৫৯৮০)

 

হাশরের ময়দানে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک এর ধুমধাম

          হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাওরাত শরীফে (যা হলো আসমানি কিতাব, হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতি অবতীর্ণ হয়েছে, এই কিতাবে) লিখা রয়েছে: আল্লাহ পাক কিয়ামতের দিন তাঁর ৭ লক্ষ নৈকট্যশীল ফেরেশতাকে স্বর্ণের শিখল দান করবেন এবং নিদের্শ দিবেন যে, এই শিখল দ্বারা কাবা শরীফকে হাশরের ময়দানে নিয়ে এসো! ফেরেশতারা যাবে, এই স্বর্ণের শিখলের সাথে কাবা শরীফকে বাঁধবে, অতঃপর একজন ফেরেশতা আহ্বান করবে: হে কাবা! চলো...!! কাবা শরীফ বলবে: আমি যাবো না, যতক্ষণ আমার প্রার্থনা পূরণ করা হবে নাআসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করবে: হে কাবা! প্রার্থনা করো তোমার  প্রার্থনা পূরণ করা হবে। এবার কাবা শরীফ আল্লাহ পাকের দরবারে আরয করবে: হে আল্লাহ পাক! আমার আশেপাশে দাফন হওয়া মুমিনের হকে আমার শাফায়াত কবুল করোআওয়াজ আসবে: আমি তোমার আবেদন কবুল করে নিলাম (অর্থাৎ তোমার আশেপাশে যে সকল মুমিন সমাহিত রয়েছে, তাদের সবার হকে তোমার শাফায়াত কবুল করা হলো) সুতরাং যে সকল মুসলমানের মক্কায়ে মুকাররমায় দাফন হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে, তাদের জড়ো করা হবে, তাদের চেহারা সাদা উজ্জল হবে, তারা সবাই ইহরাম অবস্থায় কাবার চারপাশে জড়ো হয়ে যাবে