Fazail e Bait ul ALLAH

Book Name:Fazail e Bait ul ALLAH

এবং তাদের সকলের মুখে একটিই কালেমা হবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)

          এবার ফেরেশতারা কাবা শরীফকে বলবে: হে কাবা! এবার চলো...! এখন তো তোমার প্রার্থনা পূরণ হয়েছে কাবা শরীফ বলবে: আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আবেদন কবুল হবে না। আসমান থেকে এক ফেরেশতা আহ্বান করবে: হে কাবা! তুমি চাও, তোমাকে দেয়া হবেকাবা শরীফ বলবে: হে আল্লাহ! তোমার যেসব গুনাহগার বান্দারা দূর দুরান্ত থেকে ধুলোমলিন অবস্থায় আমার কাছে এসেছে, তারা তাদের পরিবার-পরিজন ও সন্তান-সন্ততিদের ছেড়ে এসেছে এবং তারা তোমার আদেশ পালনে আমার যিয়ারতের আগ্রহে এসেছে, এবং হজ্জ করেছে, হে দয়ালু আল্লাহ! আমি তোমার নিকট ফরিয়াদ করছি যে, এই সকল হাজীদের হকেও আমার সুপারিশ কবুল করো, তাদেরকে কিয়ামতের আতঙ্ক থেকে নিরাপত্তা দান করো আর তাদেরকে আমার নিকট জড়ো করে দাওআল্লাহ পাক ইরশাদ করবেন: হে কাবা! আমি তাদের পক্ষেও তোমার সুপারিশ কবুল করে নিলাম। এবার ফেরেশতা ঘোষণা করবে: যারা কাবার যিয়ারত করেছিলে, তারা অন্যদের থেকে আলাদা হয়ে যাও। একথা শুনে হাশরবাসীদের মধ্যে যারা কাবার যিয়ারত দ্বারা ধন্য হয়েছিলো, যারা হজ্জ বা ওমরা করার সৌভাগ্য অর্জন করেছিলো, তারা সবাই আলাদা হয়ে কাবার পাশে জড়ো হয়ে যাবে, তাদের চেহারা সাদা হবে এবং তারা জাহান্নাম থেকে র্নিভয় হয়ে কাবা শরীফের তাওয়াফ করতে থাকবে, তাদের মুখেও একই কালেমা থাকবে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)অতঃপর ফেরেশতা ডাক দিবে: হে কাবা! এবার তো তোমার আবেদন পূরণ হয়ে গেলো, এখন তো চলো...! এবার কাবা শরীফও তালবিয়া পাঠ করবে (অর্থাৎ কাবা শরীফও বলবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির), অতঃপর কাবা শরীফকে এরূপ শান সহকারে হাশরে আনা হবে যে, দুনিয়ায় কাবার যিয়ারতকারীরা এর চারপাশে তাওয়াফ করছে আর তাদের সকলের মুখে এই কালেমা হবে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)

(আর রাওদ্বুল ফায়িক, ৪৮ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৩) কাবা শরীফের একটি বৈশিষ্ট: তাওয়াফ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কাবা শরীফের একটি বৈশিষ্ট এটাও যে, দুনিয়ায় এটিই একটি স্থান, যেখানে তাওয়াফ করা হয়আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

وَ لْیَطَّوَّفُوْا بِالْبَیْتِ الْعَتِیْقِ (۲۹)

(পারা ১৭, সূরা হজ্জ, আয়াত ২৯)                                           কানযুল ঈমান থেকে অনুবাদ: আর এই আযাদ ঘরের তাওয়াফ করে।