Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

হে আল্লাহ পাক! উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও...!

        তাবুকের যুদ্ধের সময় প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان সৈন্যবাহিনী সফরে ছিলেন, পথিমধ্যে একটি স্থানে খুবই বিপদের সম্মুখিন লেন, পানাহারের দ্রব্য শেষ হয়ে গেলো, প্রচন্ড গরম ছিলো, ক্ষুধা ও পিপাসা তীব্র মাত্রায় ছিলো, এমতাবস্থায় সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان চেহারায় অশান্তির প্রভাব দেখা দিতে লাগলো পক্ষান্তরে মুনাফিকরা এই অবস্থা দেখে আনন্দিত হচ্ছিলো।

 

        প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন এই অবস্থা দেখলেন তখন অদৃশ্যের সংবাদ  দিতে গিয়ে ইরশাদ করলেন: আল্লাহ পাকের শপথ! সূর্য অস্ত যাওয়ার র্বেই আল্লাহ পাক তোমাদের জন্য রিযিক পাঠিয়ে দিবেন।

 

        হযরত উসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ ও বাহিনীতে উপস্থিত ছিলেন, তিনি رَضِیَ اللهُ عَنْہُ যখন প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বাণী শুনলেন তখন দ্রুত আয়োজন শুরু করে দিলেন, তিনি رَضِیَ اللهُ عَنْہُ খাদ্য  শস্য ভর্তি ৭টি উট কিনে প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত করে দিলেন, যখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এই উট দেখলেন তখন তাঁদের চেহারায় খুশি ছড়িয়ে পড়লো, অপরদিকে মুনাফিকদের চেহারা বিষন্ন হয়ে গেলো। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে যখন এই ৭টি উট উপস্থাপন করা হলো তখন ইরশাদ করলেন: এগুলো কি? কার পক্ষ থেকে? আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! উসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ আপনার   খেদমতে উপহার প্রেরণ করেছেন।

 

        বর্ণনাকারী বলেন: প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কথা শুনতেই আমি নিজে  দেখেছি, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়ার জন্য হাত প্রসারিত করে দিলেন এবং এতো উঁচু করলেন  যে, মাথা মুবারক থেকেও উপরে হয়ে গেলো, অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উসমানে  গণি رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য এমন দোয়া করলেন যে, তাঁকে এমন দোয়া কখনো কারো জন্য করতে  দেখিনি। (আর রিয়াদ্বুন নাদ্বিরাতু, ৩য় অংশ, ২৫ পৃষ্ঠা)

 

        হযরত আবু সায়িদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে  দেখলাম যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য এই দোয়া করতে রইলেন: হে আল্লাহ পাক! আমি উসমানের প্রতি সন্তুষ্ট তুমিও তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। (তারিখে মদীনা দামেশক, ৩৯/৫৪)

 

উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর সৌভাগ্য

        হে আশিকানে রাসূল! হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর সৌভাগ্য দেখুন! ঈর্ষণীয় বিষয়, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   সারারাত তাঁর জন্য দোয়া করেন: আমি উসমানের প্রতি সন্তষ্ট তুমিও  তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যাও।

 

                                                اَللهُ اَكْبَرُ  ! যার প্রতি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   সন্তুষ্ট হয়ে যাবেন তার আর কী প্রয়োজন..!! 

        অনুমান করুন! এটি হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর কত বড় ফযীলত।