Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

সাঈদ  বিন যায়েদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করতে শুনেছি: عَلِیٌّ فِیْ الْجَنَّۃ অর্থাৎ হযরত আলী জান্নাতী।

(মুসান্নাফ ইবনে আবী শায়বা, ৭/৫০৫, হাদীস ৬৭)

 

নবীর সকল সাহাবী!           জান্নাতী! জান্নাতী!

নবীর চারজন সাথী!           জান্নাতী! জান্নাতী!

 

        (২) প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর ব্যাপারে  আরো একটি অদৃশ্যের সংবাদ দিয়েছেন, ইরশাদ করেন: একটি বিপদ, যা তাঁর উপর আসবে,  এরপর সে জান্নাতী। এই বিপদ হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর তাঁর খেলাফতের শেষ সময়ে  এসেছিলো, কিছু অবাধ্য বিদ্রোহী তাঁর বাড়ি মুবারক অবরোধ করে নিলো, যার কারণে তাঁর বাড়ি থেকে বের হওয়া এবং পানাহার ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছিলো, অবশেষে এই নীপিড়িত অবস্থায় তাঁকে শহীদ করে দেয়া হলো। এটাই ছিলো সেই বিপদ যা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর  উপর এসেছিলো, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনেক বছর পূর্বেই এই সংবাদ   দিয়ে দিয়েছিলেন। জানা গেলো! আল্লাহ পাকের দানক্রমে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আগামী দিনের, বহু বছর পরের, কয়েক শতাব্দি পরের বরং কিয়ামত পর্যন্ত বরং কিয়ামতের পর পর্যন্তও সংবাদ জানেন।

 

জান্নাতে আদনের হুর

        হযরত উকবা বিন আমের رَضِیَ اللهُ عَنْہُ বলেন; রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:  মেরাজের রাতে আমি জান্নাতে আদনে প্রবেশ করলাম, সেখানে বড় চক্ষু বিশিষ্ট একজন সুন্দরী হুর ছিলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম: لِمَنْ اَنْتِ؟ তুমি কার জন্য? হুর বললো: আপনার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অন্যায়ভাবে শহীদ হওয়া খলিফা উসমান বিন আফফান رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য। (ফাদ্বায়িলুস সাহাবা  লি আহমদ ইবনে হাম্বল, ৫২২-৫২৩ পৃষ্ঠা, হাদীস ৮৬৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জান্নাতের ক্রেতা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ নিশ্চিত অকাট্য জান্নাতী। জান্নাতী হওয়ার  ভিত্তিতে তাঁর একটি অনন্য বিষেশত্বও রয়েছে যে, তিনি একবার নয় বরং বারবার স্বয়ং মালিকে জান্নাত, কাসিমে নেয়ামত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর থেকে রীতিমতো জান্নাত ক্রয় করেছেন। হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ কখন কখন? এবং কিভাবে কিভাবে জান্নাত কিনেছেন আসুন! এই ঘটনাবলী শুনি:

 

মসজিদে হারামের সম্প্রসারণ

        হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর নাতি হযরত সালিম বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে  বর্ণিত; একবার মসজিদে হারাম শরীফ (অর্থাৎ যেখানে খানায়ে কাবা অবস্থিত, এই মসজিদ) এর সম্প্রসারণের প্রয়োজন পরলো, এর জন্য নিকটস্ত একটি ঘর কিনতে হয়েছিলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই ঘরের মালিককে ইরশাদ করলেন: তুমি এই ঘর মসজিদে হারাম সম্প্রসারণের জন্য