Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

দিয়ে দাও! আমি তোমাকে জান্নাতের জামানত দিচ্ছি। সেই ব্যক্তির হয়তো এই জামানতের  গুরুত্ব জানা ছিলো না, অতএব সে ঘর দিতে অস্বীকার করলো। হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ যখন এই বিষয়টি জানলেন তখন তিনি দ্রুত সেই ঘরের মালিকের নিকট গেলেন, তাকে বারবার বুঝাতে লাগলেন, তার মানসিকতা বানাতে লাগলেন, অবশেষে তাকে ঘর বিক্রি করতে রাজি করিয়ে নিলেন এবং ১০ হাজার দিনারের (অর্থাৎ স্বর্ণ মুদ্রা) বিনিময়ে সেই ঘর কিনে নিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে গেলেন, আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি জানতে পেরেছি যে, অমুক ঘর মসজিদে হারামে অন্তর্ভূক্ত করে দেয়াতে আপনি  জান্নাতী ঘরের জামানত দিয়েছেন, এখন সেই ঘর আমার, আপনি কি আমাকেও সেই জামানত দিচ্ছেন। প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: نَعَمْ অর্থাৎ হ্যাঁ!  তোমার জন্যও একই জামানত রয়েছে। একথা শুনে হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ সেই ঘর মসজিদে হারামের জন্য ওয়াকফ করে দিলেন।

(ফাদ্বায়িলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, ৪৮৪ পৃষ্ঠা, হাদীস ৭৮৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(১) মসজিদে নববী সম্প্রসারণের বিনিময়ে জান্নাত

        অনুরূপভাবে একবার মসজিদে নববী শরীফ সম্প্রসারণ করতে হচ্ছিলো, পাশেই এক টুকরো জমি ছিলো, মালিকে জান্নাত, কাসিমে নেয়ামত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই প্লট মসজিদে অন্তর্ভূক্ত করাতে  জান্নাতী ঘরের সুসংবাদ শুনালেন, যখনই হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এই বিষয়টি জানতে পারলেন, তিনি দ্রুত সেই প্লটের মালিকের নিকট গেলেন, প্লটটি কিনলেন এবং মসজিদের নববী শরীফের জন্য ওয়াকফ করে দিলেন। (মুজামে কবীর, ১/১৪৬, হাদীস ৫২২)

 

(২) খেজুরের বাগানের বিনিময়ে জান্নাত ক্রয়

        অনুরূপভাবে এক বর্ণনায় রয়েছে: মদীনায়ে পাকে বনু নাজ্জারের একটি খেজুরের বাগান ছিলো, প্রিয় নবী رَضِیَ اللهُ عَنْہُ ইরশাদ করলেন: কে আছে, যে এই বাগান কিনে মসজিদ বানিয়ে দিবে? তখনও হযরত উসমানে গণি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অগ্রগামী হলেন এবং সেই বাগান কিনে মসজিদ  বানিয়ে দিলেন, এতে জান্নাতের মালিক নবী, রাসূলে হাশেমী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সাথে জান্নাতী  বাগানের ওয়াদা করলেন।

(ফাদ্বায়িলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল, ১/৪৮৪, হাদীস ৭৮৪)

 

                        سُبْحٰنَ الله! হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর কতইনা মহান শান। তাঁর মসজিদ বানানোর কিরূপ আগ্রহ ছিলো, মসজিদে হারাম শরীফ সম্প্রসারণের প্রয়োজন হলো, জায়গা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ প্রদান করলেন, মসজিদে নববী শরীফ সম্প্রসারণের প্রয়োজন হলো, জায়গা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ প্রদান করলেন, এছাড়াও আরো মসজিদ বানানো, মসজিদের নির্মাণে অংশগ্রহন করা তাঁর পবিত্র বৈশিষ্টের মধ্যে ছিলো।  

 

(৩) বীরে রূমার বিনিময়ে জান্নাতী ঝর্ণা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতের  ক্রেতা ছিলেন, তিনি رَضِیَ اللهُ عَنْہُ একবার নয় বরং কয়েকবারই জান্নাত কিনেছেন।