Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বয়ানের সারমর্ম

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনলাম! মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ উচ্চ মর্যাদার সাহাবী * প্রিয় নবী, মালিকে জান্নাত, কাসিমে নেয়ামত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার নয় বরং কয়েকবার জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন এবং * مَاشَآءَالله তিনি জান্নাতের ক্রেতা, পরকালিন সফলতার এতই আগ্রহী ছিলেন যে, যখনই সুযোগ পেয়েছেন, তিনি নিজের সম্পদ আল্লাহর পথে খরচ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন * একবার নয় কয়েকবার তিনি জান্নাত ক্রয় করেছেন * মসজিদে হারাম শরীফ সম্প্রসারণের প্রয়োজন হলো, তিনি জায়গা প্রদান করে জান্নাতের জামানত অর্জন করলেন * মসজিদে নববী শরীফ সম্প্রসারণ করার প্রয়োজন ছিলো, তিনি জায়গা প্রদান করে জান্নাতের জামানত অর্জন করলেন * বীরে রুমা কিনে ওয়াকফ করলেন
* অনুরূপভাবে তাবুকের যুদ্ধের সময়ও তিনি অগ্রগামী হয়ে আল্লাহর পথে খরচ করলেন এবং প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দোয়া অর্জন করলেন।

        আহ! হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় আমাদেরও যেনো পরকালিন সফলতার আগ্রহ নসীব হয়ে যায়, আহ! আমরাও যেনো আল্লাহর পথে সম্পদ খরচ করে, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের যোগ্যতা, নিজের জ্ঞান, নিজের সময়, নিজের দক্ষতা দ্বীনি কাজে লাগিয়ে জান্নাতের প্রার্থী হয়ে যাই।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ২০ এর প্রতি উৎসাহ প্রদান

        প্রিয় ইসলামী ভাইয়েরা! আখিরাতের ভাবনা পেতে, পরকালিন জীবনের প্রস্তুতি নিতে, নেকী করতে এবং গুনাহ থেকে বাঁচার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, ১২টি দ্বীনি কাজেও অগ্রগামী হয়ে অংশ নিন, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত প্রদত্ত ৭২টি নেক আমলএর উপর আমল করুন, এর বরকতে اِنْ شَآءَ الله সুন্নাতের অনুসারী হওয়া, নেকীর আগ্রহ ও অনুপ্রেরণা পাওয়া এবং ঈমান হেফাযতের মানসিকতা তৈরী হবে। ৭২ টি নেক আমলএর মধ্যে ২০ নাম্বার নেক আমল হলো, আপনি কি আজ দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের জন্য নিজের নিগরানের প্রদত্ত রুটিন অনুযায়ী কমপক্ষে দুই ঘন্টা সময় দিয়েছেন? এই নেক আমলের উপর আমল করলে আমরা দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশগ্রহনকারী হয়ে যাবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আইটি ডিপার্টমেন্ট

        মানব জীবন উন্নতির ধাপ অতিক্রম করে আজ যেই যুগ অতিক্রম করছে, এতে কম্পিউটার এবং ইন্টারনেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ইনফরম্যাশন টেকনোলজি কোন না কোনভাবে জীবনের প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করেছে। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের