Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

নবীর সকল সাহাবী...! জান্নাতী! জান্নাতী!

        হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সাহাবীই জান্নাতী। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:

وَ کُلًّا وَّعَدَ اللّٰہُ  الْحُسْنٰی ؕ

(পারা ২৭, সূরা হাদীদ, আয়াত ১০)               কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন।

 

        এই আয়াতে করীমায় ইরশাদ করেন যে, সকল সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সাথে আল্লাহ পাক হুসনা এর ওয়াদা করে নিয়েছেন, এখন যার সাথে হুসনা এর ওয়াদা করে নেয়া হয়, তার শান কিরূপ হয়? এটাও কুরআনে করীম থেকেই শুনে নিন! আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اِنَّ الَّذِیْنَ سَبَقَتْ لَہُمْ مِّنَّا الْحُسْنٰۤی ۙ اُولٰٓئِکَ عَنْہَا مُبْعَدُوْنَ (۱۰۱)  لَا یَسْمَعُوْنَ حَسِیْسَہَا ۚ وَ ھُمْ  فِیْ مَااشْتَہَتْ  اَنْفُسُہُمْ  خٰلِدُوْنَ (۱۰۲)ۚ   لَا یَحْزُنُہُمُ الْفَزَعُ الْاَکْبَرُ وَ تَتَلَقّٰہُمُ الْمَلٰٓئِکَۃُ ؕ ھٰذَا یَوْمُکُمُ الَّذِیْ  کُنْتُمْ تُوْعَدُوْنَ (۱۰۳)

(পারা ১৭ সূরা আম্বিয়া, আয়াত ১০১-১০৩)          কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ঐসব লোক, যাদের জন্য আমার প্রতিশ্রুতি কল্যাণের হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। তারা সেটার ক্ষীণ ধ্বনিও শুনবে না এবং তারা তাদের মন যেমন চায় তেমন ভোগ বিলাসের মধ্যে সর্বদা থাকবে। তাদেরকে বিষাদে ফেলবেনা ওই সর্বাপেক্ষা মহাভীতি এবং ফেরেশতাগণ তাদের অভ্যর্থনা করার জন্য আসবে, ‘এটাই হচ্ছে তোমাদের ওই দিন, যার সম্পর্কে তোমাদের সাথে ওয়াদা ছিলো

 

        এই আয়াতে করীমায় বলা হয়েছে যে, যাদের সাথে আল্লাহ পাক হুসনার ওয়াদা করে নিয়েছেন, তাদেরকে ৫টি ফযীলত দান করা হবে: (১) তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে (২) তারা জাহান্নামের সামান্য আওয়াজও শুনবে (৩) তারা তাদের লক্ষ্যে সর্বদা থাকবে
(৪) কিয়ামতের বড় আতঙ্কে তাদের কোন ভয় থাকবে না (৫) ফেরেশতারা তাদের এই বলে সম্ভাষন করবে: এটাই হলো সেই দিন
, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিলো।

 

        উপরোক্ত দুটি আয়াত দ্বারা বুঝা গেলো; সকল সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان সাথে হুসনার ওয়াদা রয়েছে, অতএব সকল সাহাবীর এই শান যে, তাঁদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামের সামান্য আওয়াজও শুনবে না, সর্বদা নিজেদের লক্ষ্যে অবস্থান করবে, কিয়ামতের  ভয়াবহ আতঙ্কে তাঁদের ভয় হবে না এবং আল্লাহ পাকের দয়ায় ফেরেশতারা কিয়ামতের দিন তাঁদের সম্ভাষন করবে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد