Jannat Ke Khareedar

Book Name:Jannat Ke Khareedar

উসমানে গণি...! জান্নাতী! জান্নাতী

        প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনিতে তো সকল সাহাবী জান্নাতী, তবে মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ ঐ সৌভাগ্যবান সাহাবীয়ে রাসূল যে, তাঁকে মালিকে জান্নাত, কাসিমে নেয়ামত, রাসূলে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার নয় বরং কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আসুন! কয়েকটি হাদীসে মুবারাকা শুনি: * হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে  বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لِکُلِّ نَبِیٍّ رَفِیْقٌ وَ رَفِیْقِیْ يَعْنِيْ فِيْ الْجَنّةِ عُثْمَانُ জান্নাতে প্রত্যেক নবী عَلَیْهِ السَّلَام এর একজন বন্ধু থাকবে এবং আমার বন্ধু হলো উসমান বিন আফফান।

(তিরমীযি, ৮৪২ পৃষ্ঠা, হাদীস ৩৭০৭)

 

        * সাহাবীয়ে রাসূল, সুলতানুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এখন এই পথ দিয়ে একজন জান্নাতী ব্যক্তি  আসবে, আমরা দেখলাম যে, হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ আগমন করলেন।

(ফাদ্বায়িলুস সাহাবা লিআহমদ বিন হাম্বল, ৪৫৪ পৃষ্ঠা, হাদীস ৭৩২)

 

তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও!

        * সাহাবীয়ে রাসূল হযরত আবু মূসা আশআরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে মদীনার বাগান সমূহের মধ্যে একটি বাগানে ছিলাম, এক ব্যক্তি এলো, সে দরজায় কড়াঘাত করলো, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন:
اِفْتَحْ لَہٗ وَ بَشِّرْہُ بِالْجَنَّۃِ তাঁর  জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও। বলেন: আমি দরজা খুললাম, তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, আমি তাঁকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। কিছুক্ষণ পর আবারো দরজায় কড়াঘাত হলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবারো ইরশাদ করলেন: اِفْتَحْ لَہٗ وَ بَشِّرْہُ بِالْجَنَّۃِ তার জন্য দরজা খুলে দাও এবং তাঁকে (অর্থাৎ আগন্তুককে) জান্নাতের সুসংবাদ দাও! হযরত আবু মূসা আশআরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি দরজা খুললাম, এই আগন্তুক হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, আমি  তাঁকেও জান্নাতের সুসংবাদ শুনালাম, তিনিও আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন (এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে গেলেন) কিছুক্ষণ পর তৃতীয়বার দরজায়  কড়াঘাত হলো, এবার অদৃশ্যের সংবাদদাতা নবী ইরশাদ করলেন: اِفْتَحْ لَہٗ وَ بَشِّرْہُ بِالْجَنَّۃِ عَلٰی بَلْوٰی تُصِیْبُہٗ অর্থাৎ দরজা খুলে দাও এবং আগমনকারীকে বলো যে, একটি বিপদ রয়েছে, যাতে সে পতিত হবে, এরপর সে জান্নাতী।

        হযরত আবু মূসা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি দরজা খুললাম, তখন সামনে হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, আমি তাঁকে জান্নাতের সুসংবাদ শুনালাম এবং এটাও বললাম যে, অতিশীঘ্রই তিনি   একটি পরীক্ষার সম্মুখিন হবেন, হযরত উসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতের সুসংবাদ পেয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং বললেন: اللهُ الْمُسْتَعَانُ আল্লাহ সাহায্যকারী (অর্থাৎ আমার যেই বিপদ আসবে, আল্লাহ পাকের সাহায্যে اِنْ شَآءَ الله আমি তাতে সফল হয়ে যাবো)

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! উক্ত হাদীসে পাকে প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তিনজন প্রিয় সাথীর আলোচনা হলো, আসুন! তাঁর চতুর্থ সাথী অর্থাৎ মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ এর কল্যাণময় আলোচনাও শুনে নিই, সুতরাং হযরত