Naam e Muhammad Ki Barkat

Book Name:Naam e Muhammad Ki Barkat

বিয়াদবি যেনো না হয়

          সদরুশ শরীয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: মুহাম্মদ অনেক সুন্দর একটি নাম, এই নামের অনেক প্রশংসা হাদিসে পাকে এসেছে যদি তাসগির (অর্থাৎ বিকৃত হওয়ার) আশংখা না থাকে তো এই নামটি রাখুন আরেকটি বিষয় হলো এটি যে আকিকার নাম যেনো এটি হয় এবং ডাকার জন্য অন্য কোন নাম নির্দিষ্ট (Suggest) করবেন এবং তাসগির করা থেকেও বেঁচে যাবেন

(বাহারে শরীয়ত, /৩৫৬ পৃ:, অংশ: ১৫)

 

লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পদ্ধতি

          আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার সকল পুত্রের আকিকার মধ্যে শুধুমাত্র মুহাম্মদ নাম রেখেছি অতঃপর সম্মানীত নামটির আদব রক্ষার্থে এবং চেনার জন্য ডাক নাম আলাদা আলাদা রেখেছি (ফতোয়ায়ে রযবীয়া, ২৪/৬৮৯ পৃ:)

 

আশিকে লা হযরতের পদ্ধতি

          যখন শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে কেউ কারো নাম রাখার আবেদন (Request) করে তো সাধারণত তিনি সেই শিশুর নাম রাখেন: মুহাম্মদ আর ডাকার জন্য ডাক নাম রাখেন: রজব

 

বাচ্চার নাম মুহাম্মদ রাখেন তো সম্মান করুন

          যখন কোন ব্যক্তি তার ছেলের নাম মুহাম্মদ রাখবেন তো  তার উচিত এই নামের সম্পর্কে কারণে তার সাথে সদাচারণ করা এবং তার ইজ্জত (Respect) করা মাওলা মুশকিল কোশা হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন তোমার ছেলের নাম মুহাম্মদ রাখবে তো তার সম্মান বজায় রাখো এবং মজলিসে তার জন্য জায়গা প্রশস্ত করো আর তাকে কোন মন্দ বিষয়াদির সাথে সম্পৃক্ত করো না (তারিখে বাগদাদ, /৩০৫ পৃ:, নং: ১৩৯৮) অপর এক হাদিসে রয়েছে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যখন ছেলের নাম মুহাম্মদ রাখবে তো তাকে প্রহার করবে না এবং বঞ্চিত করবে না

(মুসনদে বাযযার, /৩২৭ পৃ:, হাদিস: ৩৮৮৩)

 

গউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামের আদব প্রদর্শন করলেন

          উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আসল নাম মুহাম্মদ তিনি বলেন: একবার আমি স্বপ্নে দেখলাম যে গউসে আযম শায়খ আব্দুল কাদির জিলানি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে উপস্থিত হলাম উপস্থিত লোকদের মধ্যে কেউ গউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আরয করলো: মুহাম্মদ আব্দুল হক এসেছে আর সালাম পেশ করছে এটা