Naam e Muhammad Ki Barkat

Book Name:Naam e Muhammad Ki Barkat

সিরাত কিতাবেলিখা হয়েছে যে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবেনবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৮০০ নাম মুবারক লিখা হয়েছে সায়্যিদি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি যখন গবেষণা (Research) করলাম তো ১৪০০টি নাম মুবারক পেয়েছি, আরও বলেন: (এগুলো ঐসব যা আমার জ্ঞানে সংকুলান হয়েছে নতুবা) নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারক গণনা (Counting) করা অসম্ভব (ফাতাওয়ায়ে রযবীয়্যা, খন্ড: ২৮, পৃ: ৩৬৫-৩৬৬)

 

বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেহেতু সমস্ত সৃষ্টির নবী, এজন্য প্রত্যেক সৃষ্টির মধ্যে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের সুবাস রয়েছে তাবেয়ী বুযুর্গ হযরত কাবুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: * জান্নাতবাসীদের নিকট তাঁর নাম হলো আব্দুল করীম * দোযখবাসীদের নিকট তাঁর নাম হলো আব্দুল জাব্বার * আরশবাসীদের নিকট তাঁর নাম আব্দুল হামিদ * ফেরেশতাদের নিকট আব্দুল মাজিদ * আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام নিকট আব্দুল ওয়াহহাব * জ্বিনদের নিকট আব্দুর রহিম * পর্বত তাঁকে আব্দুল খালিক বলে * স্থলভাগে তাঁর নাম আব্দুল কাদির * জলভাগে হলো আব্দুল মুহাইমিন * মাছেরা বলে তাঁর নাম আব্দুল কুদ্দুস * বন্য প্রাণিরা তাঁকে আব্দুর রাজ্জাক বলে * শয়তানদের কাছে আব্দুল কাহহার * হিংস্র প্রাণিদের নিকট আব্দুস সালাম * গবাদিপশু (যেমন: গাভি, মহিষ, ছাগল ইত্যাদি) আব্দুল মুমিন নামে চিনে * পাখিরা আব্দুল গাফফার নামে ডাকে
* আল্লাহ পাকের নিকট নাম মুবারক হলো ত্বহা আর মুমিনদের নিকট হলো তাঁর সবচেয়ে প্রসিদ্ধ পরিচিত (Famous) নাম হলো  মুহাম্মদ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আর তাঁর উপনাম মুবারক হলো: আবুল কাসিম কেননা তিনি জান্নাত বন্টনকারী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (আল ক্বওলুল বদী, আল বাবুল আউয়াল, ৮৪ পৃ:)

 

কুরআনে করীমে মুহাম্মদ নাম

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নাম মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নামে কুরআনে করীম একটি পরিপূর্ণ সূরাও রয়েছে, যেটা ২৬ পারায় বিদ্যমান এছাড়াও কুরআনে করীমে মোট ৪বার মুহাম্মদ নামটি এসেছে: () পারা , সূরা আলে ইমরান, আয়াত ১৪৪ () পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪০ () পারা ২৬, সূরা মুহাম্মদ, আয়াত এর এবং () পারা ২৬, সূরা ফাতাহ, আয়াত ২৯ আসুন! বরকত অর্জনের জন্য এর মধ্য হতে একটি আয়াতে করীমা শুনে নিই, আল্লাহ পাক বলেন:

مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ  اَحَدٍ مِّنْ رِّجَالِکُمْ
 وَ لٰکِنْ رَّسُوْلَ اللّٰہِ وَ خَاتَمَ  النَّبِیّٖنَ ؕ وَ  کَانَ اللّٰہُ  بِکُلِّ شَیْءٍ عَلِیْمًا