Naam e Muhammad Ki Barkat

Book Name:Naam e Muhammad Ki Barkat

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কবরের প্রশ্ন থেকে মুক্তি পেয়ে গেলো

          বর্ণিত আছে: (মারাকিশ শহরের) পাশে একজন নেককার মহিলা বসবাস করতো, তার অভ্যাস ছিলো যখনই তার কোন দারিদ্রতা বা পেরেশান দেখা দিতো তখন উভয় হাত নিজের চেহারার উপর রাখতেন আর চক্ষু বন্ধ করে বলতো: মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (ব্যস মুহাম্মদ নামের বরকতে তার পেরেশানী দূর হয়ে যেতো) যখন সেই মহিলাটি ইন্তেকাল করলো তো তার কোন এক আত্মীয় তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো: আপনি কি কবরে প্রশ্নকারী ২জন ফেরেশতা মুনকার নাকীরকে দেখেছেন? সে উত্তর দিলো: হ্যাঁ! তারা আমার কাছে এসেছিলো তাদেরকে দেখে আমি আমার উভয় হাত আমার চেহারার উপর রেখে বললাম: মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন আমি চেহারা থেকে হাত সরালাম তো তারা উভয় ফেরেশতা চলে গিয়েছিলো (শাওয়াহিদুল হক, আল বাবুস সাদিস, ২৩০ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ভালো অভ্যাস গড়ার তাকিদ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঈমান উদ্দীপক ঘটনার মধ্যে যেখানে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মুবারকের আলোচনা রয়েছে, সাথে সাথে তা থেকে এটাও শিক্ষা দেয়া হচ্ছে যে আমাদের উচিত পৃথিবীতে ভালো স্বভাব অবলম্বন করা, اَلْحَمْدُ لِلّٰه এই ভালো অভ্যাস কবর হাশরে মুক্তির মাধ্যম হয়ে যাবে যেমন * সুন্নাতে মুস্তফার উপর আমল করার নিমিত্তে প্রতিটি জিনিস ডান হাতে নেয়া দেয়ার অভ্যাস করুন,
اِنْ شَآءَ الله কিয়ামতের দিন যখন আমলনামা দেয়া হবে তখন ডান হাতেই দিবে আর যার ডান হাতই আগে অগ্রসর হবে এবং যার  ডান হাতে আমলনামা গেলো, সে জান্নাতে যাবে * এইভাবে দুনিয়াতে মুশকিল পেরেশানের সময় আউল বাউল বাক্য বলার পরিবর্তে ভালো কথা মুখ দিয়ে বের করার অভ্যাস করুন, যেমন কোন বিপদ আসলো, পেরেশানী আসলো তো اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْن পাঠ করার অভ্যাস করুন, حَسْبِیَ الله (আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট) বলুন, ইয়া রাসূলাল্লাহ! আল মদদ....! বলুন, এরকম ভালো ভালো বাক্য বলার অভ্যাস করেন তো যখন কবর হাশরের ভয়াবহতার সম্মুখিন হবেন, اِنْ شَآءَ الله অভ্যাস অনুযায়ী মুখ দিয়ে একই বাক্য বের হবে আর আল্লাহ পাক চান তো বিপদ দূর করে দিবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় নামসমূহের গণনা করা সম্ভব নয়

          হে আশিকানে রাসূল! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান শান সমূহের মধ্যে হতে একটি শান এটাও যে তাঁর অসংখ্য নাম মুবারক রয়েছে, “পিয়ারে আক্বা কি পিয়ারি