Naam e Muhammad Ki Barkat

Book Name:Naam e Muhammad Ki Barkat

দরস

          প্রিয় ইসলামী ভাইয়েরা! অন্তরে খোদাভীতি বৃদ্ধি করতে, ইশকে মুস্তফার প্রদিপ জ্বালাতে, গুনাহ থেকে বাঁচতে নেককারের জীবন অতিবাহিত করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর ১২ দ্বীনি কাজের মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন, اِنْ شَآءَ الله দুনিয়া আখিরাতে এটার অসংখ্য বরকত নসিব হবে দাওয়াতে ইসলামীর ১২ দ্বীনি কাজের মধ্যে একটি হলো দরস হাদিসে পাকে রয়েছে: ইলমে (দ্বীন) শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরয (ইবনে মাজাহ, আল মুকাদ্দম, বাবু ফযলিল ওলামা, ৪৯ পৃ:, হাদিস: ২২৪) বোঝা গেলো প্রত্যেক মুসলমানের উপর উল্লেখিত অবস্থা অনুযায়ী ইলমে দ্বীন শিখা জরুরী ইলমে দ্বীন শিখার অনেক মাধ্যম রয়েছে, একটি মাধ্যম হলো দরস اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে মসজিদ, ঘর চৌরাস্তা ইত্যাদির মধ্যে দরস তথা দ্বীনি শিক্ষা দেয়া হয়ে থাকে  এবং দরসের সময় খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে আপনাদের নিকট আবেদন আপনারাও এতে অংগহগ্রহন করুন! اِنْ شَآءَ الله ইলমে দ্বীন শিখার সুযোগ হবে, নেককারের সংস্পর্শ নসিব হবে, দ্বীনি কথাবার্তা বলা, শোনাও যিকরুল্লাহর অন্তর্ভূক্ত, দরসে অংশগ্রহনের বরকতে যিকরুল্লাহ করা, শোনার সুযোগ মিলবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের সমাপ্তিকালে সুন্নাতের ফযিলত কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি হুযুর বী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ যে আমার আমার সুন্নাতকে ভালোবাসলো সে (মূলত) আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে (তারিখে দামেষ্ক, /৩৪৩ পৃ:)

সিনা তেরি সুন্নাত কা মদীনা বনে আক্বা!

জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাজসজ্জার সুন্নাত আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন পরিপাটি হওয়ারসুন্নাত আদব শুনি:

          * মানুষের চুলের বিনুনি বানিয়ে মহিলারা নিজেদের চুলে বাঁধা হারাম হাদিসে পাকে তার উপর লানত এসেছে বরং তার উপরও লানত এসেছে যে অন্য কোন মহিলার মাথায় মানুষের চুলের বিনুনি বানায় (দুররে মুখতার, /৬১৪-৬১৫) * যদি চুল যেগুলো বিনুনি বানানো হয়েছে স্বয়ং মহিলার চুল হয় যার মাথায় বিনুনি বানানো হয়েছে তারপরও নাজায়িয (দুররে মুখতার, /৬১৪-৬১৫) * কালো সুতো বিনুনি ইসলামী বোনদের মাথায় লাগানো জায়িয (দুররে মুখতার, /৬১৪-৬১৫) * মেয়েদের নাক ছেদন করা জায়িয (দুররে মুখতার,/৫৯৮) * অনেক লোক ছেলেদের কান ছেদন করিয়ে থাকে এবং চুল ইত্যাদি পরিধান করে এটা নাজায়িয অর্থাৎ কান ছেদন করাও নাজায়িয এবং তার অলংকার পড়াও নাজায়িয (দুররে মুখতার, /৫৯৮) * মহিলাদের হাতে পায়ে মেহেদী লাগানো জায়িয