Book Name:Naam e Muhammad Ki Barkat
শুনতেই গউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দাড়িয়ে গেলেন আর আমাকে বুকে টেনে দিলেন, অতঃপর বললেন: তোমার উপর জাহান্নাম হারাম। শায়খ মুহাক্কিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: গউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই দয়া এই কারণে ছিলো যে আমার নাম মুহাম্মদ। (মাদারিজুন নবুয়ত, বাবু পঞ্জম, ১/১৩৩)
অনেক ইসলামী ভাইয়ের নামের ব্যাপারে জানতে ও ইসলামী নামসমূহ জানার জন্য মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত কিতাব নাম রাখার আহকাম অধ্যয়ন করুন। আল্লাহ পাক আমাদেরকে মুহাম্মদ নাম থেকে বরকত নেয়ার, সেটার প্রতি আদব প্রদর্শন করার ও আজীবন এই নাম মুবারকটি অযিফা বানিয়ে রাখার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
মাদরাসাতুল মদীনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আপনারা চান যে আপনার শিশুরা ছোটবেলা থেকেই আশিকানে রাসূলের কাতারে শামিল হয়ে সুন্নাতের উপর আমলকারী হয়ে যাক তবে পেরেশান হওয়ার প্রয়োজন নেই, * শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর কৃপাদৃষ্টিতে দাওয়াতে ইসলামীর পরিচালনাধীন শিশুদের প্রশিক্ষণের জন্য মাদরাসাতুল মদীনা (বালক) ও কন্যা সন্তানদের জন্য মাদরাসাতুল মদীনা (বালিকা) প্রতিষ্ঠিত রয়েছে। যাতে তাজভীদ ও সহীহ কিরাত সহকারে কুরআনে মজিদ পড়ানো হয়ে থাকে। কুরআন পড়া ও শোনাও সব সাওয়াবের কাজ। কুরআনে করীমের একটি অক্ষর পড়লে ১০টি নেকীর সাওয়াব পাওয়া যায় আর اَلْحَمْدُ لِلّٰه কুরআনে পাক প্রত্যেক মুসলমানের জন্য হিদায়তের মাধ্যমও। এটার উপর আমল করা উভয় জাহানে সফলতার কারণ। কিন্তু মনে রাখবেন! আমল করার জন্য সেটাকে সহীহভাবে পড়া, শিখা ও অনুধাবন করা জরুরী কিন্তু আফসোস শতকোটি আফসোস! আমাদের মধ্যে অধিকাংশ লোক কুরআনে করীম পড়া, শিখা, অনুধাবন করা ও সেটার উপর আমল করা থেকে দূর সরে যাচ্ছে। অথচ এটা শিখার ব্যাপারে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: خَیْرُکُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَہ۔ অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কুরআন শিখে ও অপরকে শেখায়। (বুখারি, ৩/৪১০ পৃ:, হাদিস: ৫০২) কুরআনে করীম শিখা কি পরিমাণ জরুরী এই প্রসঙ্গে সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এতটুকু তাজভীদ (শিখা) যে প্রতিটি হরফ অন্য হরফ থেকে সঠিকভাবে আলাদা হয় ফরযে আইন। এটা ব্যতীত নামায বাতিল। (ফাতাওয়ায়ে রযবীয়্যা, ৩/২৫৩ পৃ:) اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের মাদানী সংগঠন, দাওয়াতে ইসলামী পরিচালনায় হাজারো মাদরাসা তথা মাদরাসাতুল মদীনা এই দ্বীনি কাজের জন্য নিয়োজিত রয়েছে। আপনাদের নিকট অনুরোধ আপনাদের সন্তানদের তাজভীদ ও সহীহ কিরাত সহকারে কুরআনে পাক শিক্ষা দিতে, তাদের উত্তম চরিত্রের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে নেককার বানাতে এবং তাদেরকে নিজেদের জন্য সদকায়ে জারীয়া বানানোর জন্য মাদরাসাতুল মদীনায় ভর্তি করিয়ে দিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد