Naam e Muhammad Ki Barkat

Book Name:Naam e Muhammad Ki Barkat

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

পরিপাটির অবশিষ্ট সুন্নাত আদব

          * প্রাণিদের ছবি বিশিষ্ট পোশাক কখনো পরিধান করবেন না আর না পশুর অথবা মানুষের বাচ্চার ছবি বিশিষ্ট স্টিকার নিজের কাপড়ে লাগাবেন, আর না ঘরে টাঙাবেন * নিজের বাচ্চাদের এমনবাবা সুটপরিধান করাবেন না যেগুলোর উপর প্রাণি মানুষের ছবি থাকে* মহিলাদের নিজের স্বামীর জন্য জায়িয জিনিসের মাধ্যমে সজ্জিত হওয়া তবে ঘরের চার দেয়ালের ভিতর সাজুগুজু করবেন এবং মেকআপ করে এবং সজ্জিত হয়ে ঘরের বাহিরে যাবেন না কেননা আমাদের সুপারিশকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: মহিলারা পরিপূর্ণ সতর (অর্থাৎ গোপন রাখার বস্তু) যখন কোন মহিলা বাহিরে বের হয় তখন শয়তান উকি মেরে দেখে (তিরমিযী, কিতাবুর রাযায়ি, বাবু (১৮), হাদিস: ১১৭৬, /৩৯২) * খালি মাথায় ঘুরাফেরা করা সুন্নাত নয় সুতরাং ইসলামী ভাইদের উচিত নিজেদের মাথায় পাগড়ী শরীফের তাজ সজ্জিত রাখা কেননা এটি আপন উম্মতদের জন্য অশ্রু প্রবাহিতকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক পছন্দনীয় সুন্নাত (বাহারে শরীয়ত, ১৬/৫৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দিদারে মুস্তফার দোয়া

          দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার হালকায় এইবারের সিডিউল অনুযায়ীদিদারে মুস্তফার দোয়ামুখস্ত করানো হবে যথা:

          প্রিয় ইসলামী ভাইয়েরা! দিদারে মুস্তফার জন্য অধিকহারে দরুদ সালামের পুষ্পধারা রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে প্রেরণ করুন আসুন কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিই:

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

(খাযীনায়ে রহমত, ৯৯ পৃ:)

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।

১.  আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।

২.  যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়)  করবো।

৩.  যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।