Book Name:Hazrat Musa Ki Shan o Azmat
(১) এক হাজার দিনের নেকী
جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০৭ নভেম্বর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
হাদীসে পাক সংক্রান্ত অবশিষ্ট মাদানী ফুল
* অসংখ্য কুরআনের নির্দেশ এমন রয়েছে যেগুলোর সারমর্ম হাদীস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। (নির্বাচিত হাদীস, পৃষ্ঠা: ৭) * পবিত্র কুরআনের পর শরীয়তের বিধিবিধানের দলিল হওয়ার ক্ষেত্রে হাদীসের স্থান। (নির্বাচিত হাদীস, পৃষ্ঠা: ২৬) * পবিত্র কুরআন ও হাদীস উভয়টিই ইসলাম ধর্মের মূল ভিত্তি এবং শরীয়তের বিধানের পক্ষে জোরালো প্রমাণ । (নির্বাচিত হাদীস, পৃষ্ঠা :২৬) * রাসূলের হাদীসের প্রতি ঈমান আনা ব্যতীত কেউ কুরআনের মর্মার্থ ও উদ্দেশ্য যথাযথ বুঝতে পারবেনা এবং দ্বীন ইসলামের উপরও আমল করতে পারবে না। (নির্বাচিত হাদীস, পৃষ্ঠা: ৩০) * ইসলামে আল্লাহর বাণীর পর রাসূলের বাণীর মর্যাদা। (মিরআতুল মানাজীহ, ১/২) * প্রত্যেক মানুষের উপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র আনুগত্য করা ফরয আর এ আনুগত্য হাদীস ও সুন্নাত ব্যতীত অসম্ভব। (মিরআতুল মানাজীহ, ১/৯) * হাদীস সমূহকে অস্বীকার করার পর কুরআনের প্রতি ঈমান আনার দাবি করা নিছক বাতিল। (নুযহাতুল কারী, ১/৩৬) * যতক্ষণ পর্যন্ত কোন বিষয় রাসূলের হাদীস হওয়া সম্পর্কে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত সেটি বর্ণনা করবেন না। (ফয়যানে ফারুকে আযম, ২/৩৫১) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যতক্ষণ পর্যন্ত তোমরা নিশ্চিতভাবে না জানো ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হাদীস বর্ণনা করা থেকে বিরত থাকো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার দিকে মিথ্যা সম্পর্ক করলো সে যেন তার বাসস্থান জাহান্নামে করে নেয় (তিরমিযী, ৪/৪৩৯, হাদীস: ২৯৬০)