Hazrat Musa Ki Shan o Azmat

Book Name:Hazrat Musa Ki Shan o Azmat

চলমান পাথর

          “আজায়িবুল কোরআন মাআ গারায়িবুল কোরআন” কিতাবে লিপিবদ্ধ রয়েছে: এটি ছিলো এক হাত দৈর্ঘ ও এক হাত প্রস্থ একটি পাথর, যা সর্বদা হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর থলেতে থাকতো। এই মুবারক পাথর দ্বারা হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর দু’টি মুজিযা প্রকাশ হয়েছিলো। যার আলোচনা কোরআনে মজীদেও করা হয়েছে। এই পাথরের প্রথম আশ্চার্য ক্ষমতা যা মূলত হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর মুজিযাই ছিলো, তা হলো ঐ পাথরের কৌশলী দীর্ঘ দৌড় এবং এই মুজিযাই এই পাথরটি পাওয়ার ইতিহাস। আল্লাহ পাক এই ঘটনাটির আলোচনা কোরআনে মজীদে এভাবে করেন:

یٰۤاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَکُوْنُوْا کَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَہُ  اللّٰہُ مِمَّا قَالُوْا ؕ وَ کَانَ عِنْدَ اللّٰہِ  وَجِیْہًا  (ؕ۶۹)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৬৯)           কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! তাদের মতো হয়ো না, যারা মূসাকে কষ্ট দিয়েছে। অতঃপর আল্লাহ তাঁকে নিখূঁত প্রমাণিত করেছেন, ঐ কথা থেকে যা তারা রটনা করেছে এবং মূসা আল্লাহর নিকট মর্যাদাবান।

 

          দ্বিতীয় মুজিযা ‘ময়দানে তিয়া’য় এই পাথরেই হযরত মূসা عَلَیْہِ السَّلَام নিজের লাঠি দ্বারা আঘাত করেছিলেন, তখন এ থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছিলো, যার পানি চল্লিশ বছর পর্যন্ত বনী ইসরাঈলরা ময়দানে তিয়ায় ব্যবহার করেছিলো। ১ম পারা সূরা বাকারার ৬০ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاکَ الْحَجَرَ ؕ

(পারা ১, সূরা বাকারা, আয়াত ৬০)                কানযুল ঈমান থেকে অনুবাদ: আমি বললাম; এই পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো।

 

          কোরআনে মজীদের আয়াতে “পাথর” দ্বারা এই পাথরই উদ্দেশ্য।

 (আজায়িবুল কোরআন মাআ গারায়িবুল কোরআন, ২৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে আরো অনেক মুজিযা দান করেছেন। যার আলোচনা কোরআনে করীমেও বর্ণনা করা হয়েছে। আসুন! প্রথমে আমরা হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর লাঠি মুবারক সম্পর্র্র্কিত তাঁর তিনটি মুজিযার ব্যাপারে শ্রবণ করি।

 

(১) লাঠি অজগর হয়ে গেলো

          ফেরাউন হযরত মূসা عَلَیْہِ السَّلَام কে ঘায়েল করার জন্য একটি মেলার আয়োজন করলো। সেই মেলায় যেমনিভাবে লাখো মানুষের সমাগম ছিলো, তেমনি অপরদিকে যাদুকরদের ভীড় আর তারা তাদের যাদুর মালামাল নিয়ে জড়ো হয়ে গেলো। যাদুকররা ফেরাউনের সম্মানের শপথ করে নিজেদের যাদুর লাঠি এবং রশিগুলো নিক্ষেপ করলো তখন হঠাৎ সেই লাঠি এবং রশিগুলো সাপ হয়ে পুরো মাঠের চারিদিকে ফনা তুলে তুলে দৌড়াতে লাগলো এবং পুরো সমাগম ভয় ও