Hazrat Musa Ki Shan o Azmat

Book Name:Hazrat Musa Ki Shan o Azmat

তবুও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর অত্যাচার ও নিপীড়নের পাহাড় ভাঙ্গা হয়েছিলো, যা শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং চোখ অশ্রুসজল হয়ে যায়, অনুরূপভাবে সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام দেরও আল্লাহর পথে এতই কষ্ট দেয়া হয়েছিলো যে, চোখ অশ্রুসজল হয়ে যায়। সুতরাং আল্লাহর পথে আগত কষ্টকে হাসি মুখে সহ্য করে অভিযোগ করা বা কুফরী বাক্য বলার পরিবর্তে আল্লাহ ওয়ালাদের উপর আগত বিপদ ও পরীক্ষার ঘটনাবলী মনের মধ্যে রেখে নিজের সফর অব্যাহত রাখুন। আল্লাহ করীম আমাদেরকে হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর সদকায় ইসলাম ও আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে দৃঢ়তার সহিত অটলতা নসীব করুক।                                                              اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর শান ও মহত্বের কয়েকটি ঝলক

          প্রিয় ইসলামী ভাইয়েরা! * আল্লাহ পাকের প্রিয় নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام খুবই শান ও শওকত সম্পন্ন নবী। * কোরআনে করীমের অনেক পারা এবং পবিত্র আয়াতে খুবই শানদার ভাবে তাঁর কল্যাণময় আলোচনা করা হয়েছে। * তাঁর মুবারক নাম কোরআনে করীমে ১৩৬ বার উল্লেখ করা হয়েছে। * তাঁকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আসমানী কিতাব তাওরাত দান করা হয়েছে। * তিনি عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের সাথে অনেকবার কথা বলার সৌভাগ্য অর্জন করেন, তাই তাঁকে কলীমুল্লাহ বলা হয়। * আল্লাহ পাক তাঁকে তুর পাহাড়ে ডেকে নিয়ে পাহাড়ের দিকে মুখ করালেন এবং সেখানে তাজাল্লী প্রদান করলেন। * তাঁকে আল্লাহ পাক অসংখ্য মুজিযাও দান করেন। * তিনি عَلَیْہِ السَّلَام হযরত খিযর عَلَیْہِ السَّلَام এর সাথেও সাক্ষাত করেন। * আল্লাহ পাক তাঁকে অনেক বেশি ক্ষমতা ও শক্তি দান করেছিলেন। * তিনি عَلَیْہِ السَّلَام খুবই সাধারাণ প্রকৃতির অধিকারী ছিলেন। * তিনি عَلَیْہِ السَّلَام মিরাজের রাতে হুযুর নবী করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইমামতিতে নামায পড়ার সৌভাগ্য লাভ করেছিলেন। * উম্মতে মুহাম্মদীর জন্য তিনি عَلَیْہِ السَّلَام একটি অনেক বড় দয়া করেছিলেন যে, মিরাজের রাতে তাঁর বদৌলতে পঞ্চাশ ওয়াক্ত নামায কমে পাঁচ হয়ে গেলো। * তিনি عَلَیْہِ السَّلَام তাঁর লাঠি পাথরে মারলে তখন তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছিলো। * তিনি عَلَیْہِ السَّلَام নীল নদীতে নিজের লাঠি মারলে বারোটি রাস্তা তৈরী হয়ে গিয়েছিলো।
* তাঁরই বদৌলতে বনী ইসরাঈলের প্রতি আসমান থেকে মান্না ও সালওয়া নেমে আসতো (মান্না হলো মধুর ন্যায় এক প্রকার মিষ্টান্ন এবং সালওয়া হলো ভুনা কোয়েল পাখি) * তাঁর অবাধ্যতা করার কারণে বনী ইসরাঈলের উপর যখন কোন আযাব আসতো, তখন তারা তাঁকেই সাহায্যের জন্য ডাকতো। * তিনি عَلَیْہِ السَّلَام খুবই সুন্দর ও সুশ্রী ছিলেন। * আল্লাহ পাক তাঁকে নিখূঁত বানিয়েছেন এবং তাঁর নিখূঁত হওয়ার সাক্ষ্য একটি পাথর দ্বারা দিয়েছেন।