Book Name:Hazrat Musa Ki Shan o Azmat
ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনিতে তো সকল নবী ও রাসূল
عَلَیْهِمُ
السَّلَام সাহসী
ছিলেন এবং সকলই আল্লাহর পথে আগত কষ্টের উপর ধৈর্য ও সাহসীকতা চমৎকারভাবে প্রদর্শন করেছেন, তবে তাঁদের পবিত্র দলে
পাঁচজন রাসূল عَلَیْهِمُ السَّلَام এমন ছিলেন, যাদের আল্লাহর পথে ধৈর্যধারন, অন্যান্য নবী ও রাসূলের
عَلَیْهِمُ
السَّلَام চেয়ে
বেশি ছিলো,
তাই তাঁদেরকে
বিশেষভাবে “উলুল আযম রাসূল” বলা হয় এবং যখনই “উলুল আযম রাসূল” বলা হয়, তখনই এই পাঁচজন রাসূল عَلَیْهِمُ
السَّلَامই
উদ্দেশ্য হয়ে থাকে আর তাঁরা হলেন: (১) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
وَسَلَّم ।
(২) হযরত
ইব্রাহীম عَلَیْہِ السَّلَام। (৩) হযরত মূসা عَلَیْہِ السَّلَام। (৪) হযরত ঈসা عَلَیْہِ
السَّلَام।
(৫) হযরত নূহ عَلَیْہِ
السَّلَام।
কোরআনে করীমে এই সম্মানিত ব্যক্তিত্বদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। ২১তম পারা সূরা আহযাবের ৭ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَہُمْ وَ مِنْکَ وَ مِنْ نُّوْحٍ وَّ اِبْرٰھِیْمَ وَ مُوْسٰی وَ عِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَ اَخَذْنَا مِنْہُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۙ(۷)
(পারা ২১, সূরা আহযাব, আয়াত ৭) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর হে মাহবূব! স্মরণ করুন, যখন আমি নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং আপনার কাছ থেকে আর নূহ, ইব্রাহীম, মূসা ও মরিয়ম-তনয় ঈসার কাছ থেকে; এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের বয়ানে আমরা এই সাহসিকতা
সম্পন্ন রাসূলদের عَلَیْهِمُ السَّلَام মধ্য থেকে একজন রাসূল হযরত মূসা عَلَیْہِ
السَّلَام এর
শান ও মহত্ব,
তাঁর সংক্ষিপ্ত
পরচিতি, মুজিযা ও উৎকর্ষতা এবং
অন্যান্য তথ্যাবলী শ্রবণ করবো। সুতরাং সম্পূর্ণ বয়ান মনোযোগ সহকারে শুনার অনুরোধ করছি।
আসুন! সর্বপ্রথম আমরা হযরত মূসা
عَلَیْہِ
السَّلَام এর
সংক্ষিপ্ত পরিচিতি শ্রবণ করি।