Deeni Ijtema Ki Barkat

Book Name:Deeni Ijtema Ki Barkat

রোগ (KidneyDiseases) এবং হার্ট এ্যাটাক ইত্যাদি এর একটি বড় কারণ হলো ডিপ্রেশন তথা দূশ্চিন্তা এক গবেষণার রিপোর্ট অনুসারে ধর্মীয় লোক (যারা ইজতিমায় অংশ গ্রহন করে, তারা ) ডিপ্রেশন থেকে অনেকটুকু নিরাপদ থাকে * যেহেতু এরা অন্যের দুঃখ বেদনা সম্পর্কে অবহিত থাকে * সুতরাং তাদের মাঝে নেকী, কল্যাণ, হিতাকাঙ্গিতা, সৃষ্টির সেবা (Social Welfare) ইত্যাদির স্পৃহা বেশি পাওয়া যায় বর্তমানে পৃথিবীতে একটি বড় সমস্যা হলো আত্মহত্যা (Suicide), আত্মহত্যার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে এই অপরাধের (Crime) প্রতিবন্ধকতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো দ্বীনি ইজতিমা, আসলে যে ব্যক্তি তার জীবনে নিরাশ হয়ে যায়, যার মনে হয় যে, তার জীবনে কিছুই রাখা হয়নি, আমার জন্য সব দরজা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে আত্মহত্যার পথ বেচে নেয়, দ্বীনি ইজতিমার উপকার এটা হয় যে, এর বরকতে চিন্তা সচল হয়, জীবনের নতুন নতুন রাস্তা সামনে আসে * জীবনের একটি উদ্দেশ্য পাওয়া যায়, ভালো, উত্তম নেককার লোকদের সাথে মেলামেশা করার বরকতে অন্তরের বোঝা হালকা হয় * দুঃখ পেরেশানীর সম্মুখিন হওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায় * এমনিভাবে সেই ব্যক্তি যে জীবন থেকে হতাশা হয়ে গেছে, সে জীবন অতিবাহিত করার নতুন আশা প্রেরণা মিলে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

দাওয়াতে ইসলামী দ্বীনি ইজতিমা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! দ্বীনি ইজতিমার কেমন বরকত রয়েছে, اَلْحَمْدُ لِلّٰه              আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী যেটা সারা বিশ্বে নেকীর দাওয়াত প্রসার করার সৌভাগ্য লাভ করছে বর্তমান যুগে দ্বীনি ইজতিমাকে উন্নতি করতে এবং সেটাকে একটি নিয়মতান্ত্রিকভাবে (Organized Way) চালাতে দাওয়াতে ইসলামী অনন্য ভুমিকা পালন করছে اَلْحَمْدُ لِلّٰه! দাওয়াতে ইসলামীর পরিচালনায় সারা বিশ্বে হাজার হাজার জায়গায় সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহন করে বরকত লাভ করে * হাজার হাজার জায়গায় ইসলামী বোনদের সপ্তাহিক ইজতিমাও হয়ে থাকে * এছাড়া জশনে বেলাদ শরীফ উপলক্ষে ১২ রবিউল আউয়াল শরীফের ইজতিমা * বড় গিয়ারভী শরীফ * শবে মেরাজ * শবে বরাত
* শবে কদর ইজতিমাও হয়ে থাকে, যেখানে হাজার হাজার নয় লাখ লাখ ইসলামী ভাই অংশগ্রহন করে এবং বরকত অর্জন করে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সপ্তাহিক ইজতিমার রুটিন এবং এর বরকত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার মৌলিকভাবে তিনটি পর্ব রয়েছে, প্রথম পর্ব মাগরিব থেকে এশা (এর সময় ঘন্টা), দ্বিতীয় পর্ব ইশার নামায থেকে বিশ্রামের বিরতি পর্যন্ত, এবং তৃতীয় পর্ব তাহাজ্জুদ থেকে ইশরাক চাশতের পর সালাতু সালাম পর্যন্ত হয়ে থাকে