Deeni Ijtema Ki Barkat

Book Name:Deeni Ijtema Ki Barkat

আম্বিয়ায়ে কেরাম সম্মিলিত নেকীর দাওয়াত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! تَذْکِیْر অর্থাৎ ওয়াজ নসিহত করা শরীয়তের চাহিদা কুরআনুল করীমের যেই মৌলিক (Main) বিষয়াবলি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো (ওয়াজ নসিহত) আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان, আউলিয়ায়ে কেরাম
رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এই تَذْکِیْر র্থাৎ (ওয়াজ নসিহত) এর জন্য যেই ধরন অবলম্বন করেছেন, সেগুলোর মধ্যে হতে একটি খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি হৃদয়ে প্রভাব বিস্তারকারী এবং সমাজ পরিবর্তনকারী ধরন হলো দ্বীনি ইজতিমা আম্বিয়ায়ে কেরামগনের عَلَیْهِمُ السَّلَام ব্যাপারে রেওয়ায়েত রয়েছে যে, এই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ ইজতিমার আয়োজন করতেন, লোকদেরকে সমবেত করতেন, তাদেরকে ওয়াজ নসিহত করতেন এবং সম্মিলিতভাবে নেকীর দাওয়াত দিতেন হযরত মূসা عَلَیْہِ السَّلَام বিভিন্ন সময় বনি ইসরাইলকে সমবেত করে যে খুতবা দিয়েছেন অর্থাৎ বয়ান করেছেন, সেই বয়ান সমূহের বিষয়াবলি রেওয়ায়েতে বিদ্যমান রয়েছে হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام লোককদেরকে সমবেত করে ওয়াজ নসিহত করতেন হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনিও ইজতিমার আয়োজন করতেন হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর ব্যাপারে এতটুকু পর্যন্ত বর্ণনা রয়েছে যে, তিনি ইজতিমার আয়োজন করতেন এবং আল্লাহ পাকের ভয়ে এতো পরিমাণ কান্না করতেন যে, পুরো ইজতিমায় আবেগময় পরিবেশ সৃষ্টি হয়ে যেতো তাঁর ইজতিমায় আল্লাহ পাকের ভয়ের আধিক্যতার কারণে অনেক লোকের রুহ বের হয়ে যেতো, এমন আকর্ষণীয় (Impressive) ইজতিমা হতো একইভাবে হযরত নুহ عَلَیْہِ السَّلَام, হযরত সালেহ عَلَیْہِ السَّلَام, হযরত হুদ عَلَیْہِ السَّلَام, হযরত শোয়াইব عَلَیْہِ السَّلَام আপন আপন সম্প্রদায়কে সম্মিলিতভাবে নেকীর দাওয়াত দিতেন, তাদেরকে ওয়াজ নসিহত করতেন, সেই সকল বয়ানের বিষয়বস্তু কুরআনুল করীমে উল্লেখ রয়েছে মোটকথা মানব ইতিহাস দ্বীনি ইজতিমায় সমৃদ্ধ, সম্ভবত এমন কোন যুগ অতিবাহিত হয়নি, যেটাতে দ্বীনি ইজতিমার আয়োজন হয়নি

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ইজতিমা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের গুরুত্ব মর্যাদার ভিত্তিতে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ  ইজতিমা বিদায় হজ্বের মাধ্যমে হয়েছে, এতে খতিব (বক্তা) ছিলেন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আর সেই বক্তৃতার শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان আর রেওয়ায়েত অনুসারে সেই ইজতিমায় হযরত মূসা عَلَیْہِ السَّلَام, হযরত খিযির عَلَیْہِ السَّلَام এবং ইলইয়াস عَلَیْہِ السَّلَام উপস্থিত ছিলেন এটা হলো মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ইজতিমা, যেখানে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিদায়ী খুতবা দিয়েছেন এটা হলো সেই শ্রেষ্ঠ খুতবা যেই খুতবা মানব ইতিহাসে না এর পূর্বে কখনো দেওয়া হয়েছে আর না এর পরে আর কখনো দেওয়া হবে