Deeni Ijtema Ki Barkat

Book Name:Deeni Ijtema Ki Barkat

          সপ্তাহিক ইজতিমায়ে পাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই তিন অধিবেশনে অংশগ্রহনের বরকতে আমরা অনেক ফযিলতের অধিকারী হতে পারি, উদাহরণস্বরুপ (সপ্তাহিক ইজতিমার সবচেয়ে প্রথম অন্যতম বরকত হলো এটাই যে, এর মাধ্যমে আমরা জামআত সহকারে নামায পড়ার সৌভাগ্য লাভ করি অতঃপর কুরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে ইজতিমার সূচনা হয়, অতএব এইভাবে আমরা কুরআনে পাকের তিলাওয়াত শোনার সৌভাগ্য লাভ করি এরপর নাত শরীফ পড়া শোনা হয়, এরপর সুন্নাতে ভরা বয়ান হয়, অতঃপর ইজতিমায় ৬টি দরুদে পাক এবং দোয়াও পড়ানো হয়, এইভাবে দরুদে পাকের ফযিলত বরকত লাভ হয় সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার এক বিশেষ ধারাবাহিকতা হলো আল্লাহ পাকের যিকির, এরপর হৃদয়গ্রাহী দোয়াও করা হয়, যেটার বরকতে জানি না কত লোকের শূন্য ঝুলিগুলো তাদের নেক উদ্দেশ্য দ্বারা ভরে থাকে

          এই সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার বরকতের একটি সামান্য ঝলক আপনাদের সামনে উপস্থাপন করা হলো যদি মনোযোগ দেন তবে এগুলো ছাড়াও অসংখ্য ফযিলত বরকত এই ইজতিমার মাধ্যমে আমরা লাভ করে থাকি সুতরাং আজ নিজের সুস্থতা (Health) জীবনকে গণিমত মনে করে, পরকালের প্রস্তুতির জন্য সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় নিজের অংশগ্রহনকে আবশ্যক করে নিন! এবং অন্যান্যদেরকেও এর দাওয়াত দিয়ে সাথে নিয়ে আসার চেষ্টা করুন হাদিসে পাক অনুসারে ভালো মুসলমান হলো সে, যে নিজের জন্য যা পছন্দ করে তা অপরের জন্যও পছন্দ করে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পাগড়ি পরিধানের সুন্নাত আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলেসুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা১৬৩ মাদানী ফুলথেকে পাগড়ি পরিধানের সুন্নাত আদব শ্রবণ করি: প্রথমে দুটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: () ইরশাদ করেন: পাগড়ি সহকারে দুই রাকাত নামায পাগড়ি বিহীন সত্তর (৭০) রাকাতের চেয়ে উত্তম (আল ফিরদৌস বিমাসুরিল খত্তাব, /২৬৫, হাদিস: ৩২৩৩) () পাগড়ি হলো আরবদের মুকুট, সুতরাং পাগড়ি পরিধান করো, তোমাদের মর্যাদা বাড়বে এবং যে পাগড়ি পরিধান করবে তার জন্য প্রতিটি প্যাঁচের বিনিময়ে একটি করে নেকী রয়েছে (কানযুল উম্মাল, ১৫/১৩৩, সংখ্যা: ৪১১৩৮)বাহারে শরীয়ত৩য় খন্ড, ৬৬০ পৃষ্ঠায় রয়েছে: পাগড়ি দাঁড়িয়ে আর পায়জামা বসে পরিধান করুন, যে এর বিপরীত করলো (অর্থাৎ পাগড়ি বসে আর পায়জামা দাঁড়িয়ে পরিধান করলো) সে এমন রোগে আক্রান্ত হবে যার কোন চিকিৎসা নেই নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পাগড়ি শরীফ অধিকাংশ সাদা, কখনো কালো আর কখনো সবুজ হতো (কাশফুল ইলতিবাস ফি ইসতিহবাবিল লিবাস, লিশ শায়খ আব্দুল হক দেহলভী, ৩৮ পৃ:)

 

ঘোষণা

          পাগড়ি পরিধান করার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়তী হালকায় বলা হবে, সুতরাং সেগুলোর জানার জন্য তরবিয়তি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন