Book Name:Deeni Ijtema Ki Barkat
হওয়া ব্যক্তি আল্লাহ পাকের হেফাজত ও তাঁর আশ্রয়ে চলে আসে, এবং সে হলো ঐ সৌভাগ্যবান যার জন্য ফেরেস্তা তাঁদের নিজেদের ডানা বিছিয়ে দেয়। (উমদাতুল ক্বারী,খন্ড ২, পৃ: ৪৭, হাদিস: ৬৬)
অন্য হাদিসে পাকে দ্বীনি ইজতিমা এবং ইলমে দ্বীন শিখা ও শিখানোর হালকা সংক্রান্ত আমাদেরকে আরো ৩টি গুরুত্বপূর্ণ আদব শিখানো হয়েছে।
(১) খালি জায়গা পূরণ করে নিন!
যখনই দ্বীনি ইজতিমা, মাহফিল বা ইলমে দ্বীন শিখা ও শিখানোর হালকায় উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়, তবে এটা চেষ্টা করা উচিত যে, যতটুকু সম্ভব মুবাল্লিগের নিকটবর্তী হয়ে বসুন যাতে তার কথা সহজে এবং মনোযোগ সহকারে শোনে বুঝা যায়। আর যদি ইজতিমায়, মাহফিলে, দ্বীনি হালকায় জায়গা খালি থাকে তবে তা পূরণ করে নেওয়া উচিত। দেখুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নুরানী মাহফিলে আগত এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ যখন দেখলেন যে, অমুক জায়গাটি খালি তখন তিনি সেখানে গিয়ে বসলেন। এই ব্যাপারে রাসেূলে পাকصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اٰوٰی اِلَی اللهِ فَاٰوَاہُ اللهُ অর্থাৎ সে আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইলো,আল্লাহ পাক তাঁকে নিজের আশ্রয় দান করলেন।
سُبْحٰنَ الله আমাদেরও উচিত যে, * যখনই দ্বীনি ইজতিমায়, মাহফিলে, ইলমে দ্বীনের হালকায় উপস্থিত হবো তখন বিক্ষিপ্ত হয়ে বসবো না বরং যেখানে জায়গা খালি থাকবে, উঠে, হেঁটে, সামনে অগ্রসর হয়ে যদি আমরা সেই জায়গাটি পূরণ করতে পারি তবে পূরণ করে নিবো। বিক্ষিপ্ত হয়ে বসার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে, এর ফলশ্রুতিতে অন্তর দূরবর্তী হয়ে যাবে। মিলেমিশে, কাছাকাছি হয়ে বসলে اِنْ شَآءَ الله এর বরকতও পাওয়া যাবে। ইলমের যেই কথাগুলো বয়ান করা হচ্ছে, তা শোনার ও বুঝার ক্ষেত্রে সহজ হবে।
(২) যেখানে জায়গা পান সেখানেই বসে যান!
এই হাদিসে পাকের মাধ্যমে ধর্মিয় সমাবেশ বা মাহফিল ইত্যাদির দ্বিতীয় আদবের এই শিক্ষা পাওয়া যায় যে, যখন আমরা ইজতিমা বা মাহফিলে পৌছবো, যদি ঐ সময় সামনে জায়গা না থাকে তবে মঞ্চের (Stage) নিকটে বসার লোভে অন্যের গর্দান টপকিয়ে যাওয়ার পরিবর্তে যেখানে জায়গা পাওয়া সেখানেই বসে যাওয়া উচিত। যদি গর্দান টপকিয়ে যাই, ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন তবে এর দ্বারা এক তো মুসলমানদের কষ্ট দেওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত ইজতিমা বা মাহফিলের পরিবেশ বিনষ্ট হতে পারে। এই কারণে যেখানে জায়গা পাওয়া যায় শান্তভাবে সেখানে বসে যান। দেখুন! এই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ যিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাহফিলে সামনে জায়গা না পাওয়ায় লজ্জা পেয়ে পিছনে বসে গেলেন, এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: সে লজ্জা করলো সুতরাং আল্লাহ পাকও তাঁর প্রতি লজ্জা করলেন (অর্থাৎ তাঁর উপর দয়া করলেন এবং তাঁকে ক্ষমা করে দিলেন)