Book Name:Deeni Ijtema Ki Barkat
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগির, ৮১ পৃ:, হাদিস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন!
* ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * দো’জানো হয়ে বসবো * বয়ানের মাঝখানে অলসতা করা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা কিছু শুনবো অপরের নিকট পর্যন্ত পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নাতে ইজতিমায় উপস্থিত হয়েছি। সপ্তাহিক ইজতিমা ১২ দ্বীনি কাজের মধ্যে অন্যতম দ্বীনি কাজ। শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ যখন দাওয়াতে ইসলামির দ্বীনি কাজ শুরু করলেন তখন সর্বপ্রথম এই দ্বীনি কাজের মাধ্যমেই কাজের সূচনা করেছিলেন। আল্লাহ পাক এতে বরকত দান করেছেন। এই ইজতিমা বেড়েই চললো, اَلْحَمْدُ لِلّٰه পুরো বিশ্বে হাজার হাজার জায়গায় সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে এই প্রথম দ্বীনি কাজ অর্থাৎ সপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার অনেক বরকত রয়েছে। এই সপ্তাহিক ইজতিমার মাধ্যমে মাদানী কাফেলা তৈরী হয়েছে, এটার মাধ্যমেই মুবাল্লিগ তৈরী হয়েছে, এটার বরকতে দাওয়াতে ইসলামীর জনশক্তি গঠিত হয়েছে, অতঃপর اَلْحَمْدُ لِلّٰه এই দ্বীনি কাজ বৃদ্ধি পেতে পেতে আজ পুরো পৃথিবীতে পৌছে গেছে। * দ্বীনি ইজতিমার গুরুত্ব (Importance) কি? * এর ঐতিহাসিক মর্যাদা কি? * এই ইজতিমার মাধ্যমে আমাদের কি কি দ্বীনি ও দুনিয়াবি (Benefits) উপকার সাধিত হয়? * ইজতিমার ব্যাপারে আমাদের প্রিয় দ্বীন ইসলাম কি শিক্ষা দেয়? ইত্যাদি বিষয়ে আজ আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো। আসুন! প্রথমে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এক খুব সুন্দর দ্বীনি ইজতিমার (দরসের হালকার) সুন্দর আলোচনা শুনি।
এক মনমোগ্ধকর দ্বীনি ইজতিমার সুন্দর আলোচনা
হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফে বর্ণিত রয়েছে: মসজিদে নববী শরীফের একটি পবিত্র জায়গা ছিলো اَخْطَبُ الْاَنبیا (অর্থাৎ নবীদের মধ্যে সবচেয়ে বড় খতিব) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপবিষ্ট ছিলেন, সাহাবায়ে কেরামগণও عَلَیْہِمُ الرِّضْوَان উপস্থিত ছিলেন (আর একটি