Faizan e Syeda Khatoon e Jannat

Book Name:Faizan e Syeda Khatoon e Jannat

সদকা * আল্লাহ পাক দক্ষতা দান করেছেন, অন্যকে দক্ষতা শিক্ষা দেয়াও সদকা, যেই নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই নেয়ামত আল্লাহ পাকের রাস্তায়, মুসলমান ভাইদের জন্য ব্যয় করা সদকা, যদিওবা আমরা কাউকে কিছু দিতেও না পারি বরং আপন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাত হয় তখন হাসিমুখে সাক্ষাত করা, এটাও সদকা

    আরও একটি গুরুত্বপূর্ণ বিশেষ যেই বিষয়টি সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর স্বভাব মুবারক থেকে পাওয়া যায় তা হলো, আমরা আর কিছু করতে পারি বা না পারি কমপক্ষে মুসলিম ভাইদের জন্য দোয়া তো করতে পারি, এটাও পরোপকার করা এবং এরও  اِنْ شَآءَ الله সাওয়াব পাওয়া যাবে আমরা সাধারণত দোয়া করার ক্ষেত্রে অলসতা করে থাকি, অথচ দোয়া করতে কোন টাকা খরচ হয় না, এরপরও আমরা অন্যদের জন্য তো দোয়া করবো দূরের কথা নিজের জন্যও দোয়া অনেক কম করে থাকি, যদি আমরা নিজেদের জন্যও দোয়া করি এবং পাশাপাশি অপরকেও নিজের দোয়ায় স্মরণ রাখি তবে এর যে সাওয়াব পাওয়া যাবে, তা আমাদের অনুমান কল্পনায়ও আসতে পারে না আমাদের প্রিয় নবী, হুযুর পুরনূর   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   ইরশাদ করেন: যে মুসলমান পুরুষ নারীর জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ পাক তাকে প্রত্যেক মুসলমান নর-নারীর পরিবর্তে একটি করে নেকী দান করবেন (জামে সগির, ৫১৩ পৃ:, হাদীস: ৮৪১৯)

    হে আশিকানে রাসূল! অনুমান করুন! হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে শুরু করে এখন অবধি বিলিয়ন বিলিয়ন মুসলমান দুনিয়াতে এসে গেছে, শুধুমাত্র এতটুকু দোয়া করতে হবে: اَللّٰہُمَّ اغْفِرْ لِیْ وَ لِکُلِّ مُؤْمِنٍ وَ مُؤْمِنَۃٍ (হে আল্লাহ পাক! আমার সমস্ত মুসলমান নর-নারীকে মাগফিরাত দান করো) এর বরকতে  اِنْ شَآءَ الله বিলিয়ন বিলিয়ন নেকী অর্জিত হবে

    আল্লাহ পাক আমাদের সকলকে অধিকহারে দোয়া করার তাওফিক দান করো, মাহে রমযান তো এমনিতেও  اَلْحَمْدُ لِلّٰه দোয়া করার মাস, মাহে রমযানে ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহেরির সময় দোয়া কবুল হয়, সুতরাং আমাদের উচিত যে, অধিকহারে দোয়া প্রার্থনা করা আল্লাহ পাক তাওফিক দান করো اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم