Book Name:Jamal e Mustafa
কিন্তু তিনি খুবই বুদ্ধিমতী ছিলেন। তিনি তার তাবুর পাশে বসে মুসাফিরদের খাবার ইত্যাদি খাওয়াতেন। এই মোবারক যাত্রীগণ তাঁর কাছ থেকে মাংস এবং খেজুর কিনে নিতেন। কিন্তু ঘটনাক্রমে সেই সময় তার কাছে কিছুই ছিলোনা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাবুর কোনায় একটি রুগ্ন ছাগল দেখলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন: হে উম্মে মা’বাদ! এইটি কেমন ছাগল? ঐ মহিলা উত্তর দিলো: এর স্তনে দুধ নেই বরং এ তো কখনো বাচ্চাও জন্ম দেয়নি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم “بِسْمِ الله” শরীফ পাঠ করে নিজের আরোগ্য দানকারী হাত মোবারক ছাগলের স্তনে এবং কোমরে বুলিয়ে দিলেন আর এর জন্য দোয়া করলেন। ছাগল তার পা দু’টি প্রসারিত করে দিলো আর দুধ দেওয়া শুরু করে দিলো। সবাই পরিতৃপ্ত হয়ে পান করলো অতঃপর রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পর উম্মে মা’বাদ এর স্বামী ঘরে আসলো। যখন তিনি এত বেশি পরিমাণ দুধ দেখলেন তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন: উম্মে মা’বাদ! এত দুধ কোত্থেকে এলো? অথচ ঘরে দুধ দানকারী কোন পশুও নেই? তিনি বললেন: আল্লাহর শপথ! এই মাত্র এদিক দিয়ে এক মোবারক সত্তা অতিক্রম করেছেন। আবু মা’বাদ বললো: আমাকে একটু তাঁর অবয়ব সম্পর্কে বলো। তখন উম্মে মা’বাদ বললো: আমি এমন এক সত্তাকে দেখেছি যার সৌন্দর্য ছিলো অতুলনীয়, যার চেহারা খুবই সুন্দর এবং তাঁর সৃষ্টি ছিলো খুবই উন্নত, বড়ই সুন্দর এবং অত্যন্ত চমৎকার ছিলেন। চোখ ছিলো কালো এবং বড়, চোখের পলকগুলো ছিলো লম্বা। তাঁর আওয়াজ ছিলো গুঞ্জনের মতো, গর্দান চাকচিক্যময়, দাঁড়ি মোবারক ঘন ছিলো। দুইটি ভ্রু চিকন এবং পরস্পর মিলিত ছিলো। তাঁর দেহের উচ্চতা মধ্যম আকৃতির ছিলো, এতো লম্বা ছিলেন না যে, দেখতে খারাপ লাগে। এতো