Book Name:Jamal e Mustafa
সৌন্দর্য প্রদান করা হয়েছিলো। তবে সৌন্দর্যের মূর্তপথিক, হাবীবে পরওয়ারদিগার, হযরত মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌন্দর্যের অবস্থা কিরূপ হবে? কেননা, যার সৌন্দর্য হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর সৌন্দর্যের চেয়ে অনেকগুন বেশি ছিলো।
হুসনে ইউসুফ পে কাটে মিসর মে আঙ্গুস্তে যানাঁ,
সর কাটা তে হে তেরে নাম পে মরদানে আরব।
উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন:
فَلَوْ سَمِعُوْا
فِیْ مِصْرَ اَوْصَافَ خَدِّہٖ
لَمَا بَذَ لُوْا فِیْ سَوْمِ یُوْسُفَ مِنْ نَقْدٍ
অর্থাৎ- যদি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখ মণ্ডলের গুনাবলী সম্পর্কে মিশরবাসীরা শুনতো তবে হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর মূল্য নির্ধারণে ধন-দৌলত খরচ করতো না।
لَواحِیْ زُلَیْخَا
لَوْ رَأَیْنَ جَبِیْنَہُ
لَاَثَرْنَ بِالْقَطْعِ الْقُلُوْبَ عَلَی الْاَیْدِی
অর্থাৎ যদি জুলেখাকে নিন্দাকারী মহিলারা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরানী কপাল মোবারকের যিয়ারত করতো তবে হাতের পরিবর্তে নিজের অন্তর কাটাকে প্রাধান্য দিতো।
(যুরকানী আলাল মাওয়াহিব, আয়িশাতু উম্মুল মু’মিনীন, ৪/৩৯০)
না’লাইনে মুস্তফা মারহাবা মারহাবা,
খান্দানে মুস্তফা মারহাবা মারহাবা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অতুলনীয় শান সম্পর্কে আমরাই বা আর কি বুঝব। সম্মানিত সাহাবায়ে কিরামগণ عَلَیۡہِمُ الرِّضۡوَان যারা দিন-রাত, সফরে-অবস্থানে, নবুয়তের সৌন্দর্যের ঝলকগুলো নিজেদের চোখে দেখেছেন, তাঁরা নূরের প্রতিচ্ছবি, হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অতুলনীয় সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে যে সব শব্দ ব্যবহার করেছেন, আসুন! তা শুনি: