Book Name:Imam Malik Ki Seerat
শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২টি নেক আমলে” মধ্যে ৮ নম্বরে এটা রয়েছে যে আপনি কি আজ কমপক্ষে ৩১৩বার দরুদ শরীফ পাঠ করেছে? যদি আমরা আমাদের মধ্যে রাসূলের ভালোবাসা সৃষ্টি করতে চাই তাহলে আমাদের উচিত প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতি অধিকহারে দরুদ শরীফ পাঠ করা। আর ভালোবাসার এটা একটা দাবি যে, যে যাকে ভালোবাসে তাকে বেশি স্বরণ করে আর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে স্বরণ করার জন্য দরুদ শরীফ থেকে প্রিয় আর কোন পদ্ধতি হতে পারে। এই জন্য ৮ নম্বর নেক আমলের উপর আমল করলে আমারা অধিকহারে দরুদ শরীফ পাঠ কারীর অন্তর্ভূক্ত হয়ে যাবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! মনে রাখবেন! যেমনিভাবে আলিমে মদীনা ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইশকে রাসূলের অশেষ সম্পদ দ্বারা ধন্য ছিলেন, যেমনিভাবে আলিমে মদীনা একজন সত্যিকার আশিকে রাসূল ছিলেন, যেমনিভাবে আলিমে মদীনার অন্তর মুস্তফার শহরের ভালবাসায় পরিপূর্ণ ছিলো, যেমনিভাবে আলিমে মদীনা রাসূলের সাথে সম্পর্কযুক্ত বস্তুর গুরুত্ব ও ফযীলতের ব্যাপারে পুরোপুরি অবহিত ছিলেন, যেমনিভাবে আলিমে মদীনা হাদীসে রাসূলের মনোরমভাবে আদব ও সম্মান করতেন, যেমনিভাবে আলিমে মদীনা হাদীসে রাসূলের খেদমতের বদৌলত সর্বসাধারনের মাঝে পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন, তেমনিভাবে আলিমে মদীনার মুবারক চরিত্রের একটি দিক এটাও যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইবাদত ও রিয়াযত এবং কুরআনের তিলাওয়াতেরও প্রেমিক ছিলেন। আসুন! ওলামায়ে কিরামের মুখে তাঁর ইবাদত ও রিয়াযত এবং কুরআনের তিলাওয়াতের প্রতি ভালবাসার কয়েকটি ঘটনা শ্রবণ করি এবং ইবাদত ও রিয়াযতের জন্য প্রস্তুত হয়ে যাই। আল্লাহ পাক হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদেরকে সিজদার স্বাদ দ্বারা ধন্য এবং কুরআন তিলাওয়াতের আগ্রহ নসীব করুন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইবাদত ও রিয়াযত সম্পর্কে উক্তি সমূহ
* হযরত আল্লামা কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত যুবাইর বিন হাবীব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখনই কোন (ইসলামী) মাসের আগমন হতো, তখন ইমাম