Book Name:Imam Malik Ki Seerat
নিয়মিত পড়ি? আমরা কি নামায এবং ফরয জ্ঞানও শিখার চেষ্টা করি? এর পাশাপাশি নামাযে যেই তিলাওয়াত ও যিকির পাঠ করা হয়, তা বিশুদ্ধ করার চেষ্টা করি কি? ফরয নামায জামাআত সহকারে পড়ি নাকি একা? দ্রুত পাঠ করি নাকি ধীরে ধীরে? আমরা কি ইবাদতে একনিষ্টতা সৃষ্টি করার চেষ্টা করেছি? নেকী করে অন্যের নিকট অযথা প্রকাশ করে তা নষ্ট করিনি তো? নফল ইবাদত করা কি আমাদের অভ্যাসে রয়েছে? আমরা প্রতিদিন কতটুকু তিলাওয়াত করি? কুরআনের তিলাওয়াত করে বা শুনে আমার খোদাভীতিতে কখনো কান্না করেছি কি? আমরা কি অধিকহারে দরূদ শরীফ পাঠ করি? আমাদের ঠোঁট কি সর্বদা আল্লাহর যিকিরে সতেজ থাকে? আমাদের চোখ থেকেও কি খোদাভীতিতে অশ্রু প্রবাহিত হয়? আমরা কি নফল রোযা রাখি? আমাদের অধিকাংশ সময় কি ইবাদতে অতিবাহিত হয়? আমরা কি মোবাইল, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার (Social Media) শতভাগ বিশুদ্ধ ব্যবহার করি? ফজরের জন্য অন্যকে জাগায়? আমরা কি সুন্নাতের খেদমতের জন্য প্রতি মাসে ৩দিনের কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করি? আমরা কি মাদানী দরস দেয়া বা শুনার সৌভাগ্য অর্জন করি? প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনায় কি আমাদের পড়া বা পড়ানোর অভ্যাস রয়েছে? সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা ও মাদানী মুযাকারা এবং অন্যান্য দ্বীনি কাজে অংশগ্রহন করার সৌভাগ্য অর্জন হয় কি?
যাই হোক! এখনো জীবন অবশিষ্ট রয়েছে, এখনো নিশ্বাস চালু রয়েছে, এখনো মৃত্যুর ফিরিশতা তাশরীফ নিয়ে আসেনি, সুতরাং আমাদের উচিৎ যে, আমরা উদাসিনতার ঘুম থেকে জাগ্রত হয়ে ফরয ও ওয়াজিব সমূহের পাশাপাশি নফল ইবাদত করার জন্যও নিজেকে প্রস্তুত করি এবং এই মাদানী চিন্তা অর্জনের জন্য আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে নেকীর দাওয়াতের সাড়া জাগাতে লিপ্ত হয়ে যাই।
ওলামা মাশায়িকের সাথে যোগাযোগ বিভাগ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী প্রায় ৮০টিরও বিভাগে নেকীর দাওয়াতের সাড়া জাগানোতে সদা ব্যস্ত। এর মধ্যে