Imam Malik Ki Seerat

Book Name:Imam Malik Ki Seerat

    () ইরশাদ করেন: অতিশীঘ্রই লোকেরা (ইলমের জন্য) সফর করবে, তখন আলিমে মদীনা থেকে বেশি ইলম ওয়ালা (জ্ঞানী) কাউকে পাওয়া যাবে না (মুস্তাদরিক, কিতাবুল ইলম, /২৮০, হাদীস নং-৩১৪)

    হযরত ইবনে উয়াইনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মুহাদ্দীসিনে কিরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর নিকট আলিমে মদীনা দ্বারা হযরত ইমাম মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্দেশ্য (আত তামহিদ বিন আব্দুল বির, যায়িদ বিন রিবাহ, /৬৭৪, ১২২নং হাদীসের পাদটিকা) হযরত আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমাদের মত হলো যে, হযরত ইমাম মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছাড়া আর কেউ আলিমে মদীনা নামে প্রসিদ্ধ হননি যত লোকেরা ইলম অর্জনের জন্য তাঁর নিকট সফর করে এসেছে ততটুকু আর কারো নিকট যায়নি

(তিরমিযী, আবওয়াবুল ইলম, /৩১১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল! এটা একটি প্রাকৃতিক বিষয় যে, যার প্রতি প্রেম হয়ে যায়, তার সাথে সম্পর্কযুক্ত সকল জিনিষের সাথেও প্রেম হয়ে যায় প্রেমিকের ঘরের প্রতি, এর আশপাশ এমনকি প্রেমিকের অলিগলির প্রতিও ভক্তি হয়ে যায় اَلْحَمْدُ لِلّٰه হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাক এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসায় মত্ত হয়ে গিয়েছিলেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শুধু একজন সত্যিকার আশিকে রাসূল ছিলেন না বরং ইশকে রাসূল তাঁর শ্বস-প্রশ্বস শিরায় শিরায় ছড়িয়ে পরেছিলো নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পৃক্ততার কারণে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাসূলে পাকের আলোকময় বাণী, মদীনা শহর এবং খাঁকে মদীনার প্রতি খুবই ভক্ত ছিলেন বরং এর খুবই সম্মান আদব করতেন আসুন! উৎসাহ গ্রহনার্থে কয়েকটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবন করি

ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও হাদীসে পাকের প্রতি আদব

    হযরত ইমাম মালেক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ (১৭ বৎসর বয়স থেকে হাদীসের দরস দেওয়া শুরু করেন) যখন পবিত্র হাদীস শরীফ শোনানোর ইচ্ছা করতেন (তখন গোসল করে নিতেন), চৌকি (আসন) বসানো হতো এবং তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে খুবই বিনয় সহকারে নিজের হুজরা শরীফ থেকে বের হয়ে এসে তাতে আদব সহকারে বসতেন। (হাদীসের দরস দানকালে তিনি কখনো পার্শ্ব পরিবর্তন করতেন না) আর