Imam Malik Ki Seerat

Book Name:Imam Malik Ki Seerat

করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে আউলিয়া! اِنْ شَآءَ الله আজকের বয়ানে আমরা হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনী সম্পর্কে শুনবো সাথে তাঁর ইশকে রাসূলের কিছু ঈমানোদ্দীপক ঘটনাবলী, এছাড়াও তাঁর ইবাদত, কুরআন তিলাওয়াত এবং ইবাদতের পদ্ধতি সম্পর্কে এবং তাঁর ব্যাপারে ওলামায়ে কিরামের বাণী সমূহও শ্রবণ করবো আসুন! প্রথমেই তাঁর ইশকে রাসূল সম্পর্কে একটি ঘটনা শুনি এবং ঈমানকে সতেজ করি

 

ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও মসজিদে নববীর আদব

    খলিফা আবু জাফর হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে মসজিদে নববী শরীফে আলোচনা কালে আওয়াজ কিছুটা উচ্চ করলে হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে (নেকীর দাওয়াত দিয়ে) বললেন: হে আমিরুল মুমিনিন! এই মসজিদে আপনার আওয়াজকে উচ্চ করবেন না, কেনন আল্লাহ পাক একটি দলকে আদব শিখাতে গিয়ে ইরশাদ করেন:

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَرۡفَعُوۡۤا اَصۡوَاتَکُمۡ  فَوۡقَ صَوۡتِ النَّبِیِّ

(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত )

 কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! নিজেদের কন্ঠস্বরকে উচু করো না ওই অদৃশ্যের সংবাদদাতা (নবী) কন্ঠস্বরের উপর

    অপর দলের প্রশংসা করে ইরশাদ করেন:

اِنَّ  الَّذِیۡنَ یَغُضُّوۡنَ اَصۡوَاتَہُمۡ عِنۡدَ رَسُوۡلِ اللّٰہِ

(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ওই সমস্ত লোক, যারা আপন কন্ঠস্বরকে নিচু রাখে আল্লাহর রাসূলের নিকট,