Imam Malik Ki Seerat

Book Name:Imam Malik Ki Seerat

একটি বিভাগ হলো ওলামা মাশায়িকের সাথে যোগাযোগ বিভাগ যার মূল উদ্দেশ্য হচ্ছে সুন্নী ওলামায়ে কিরাম মাশায়িকে এযাম যেমন মসজিদের ইমাম, খতিব এবং তরীকতে পীরগণ ইত্যাদিদেরকে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি খেদমত সম্পর্কে অবহিত করা, দ্বীনি কাজে তাঁদের সাহায্য অর্জন করা, তাঁদের দোয়া নেয়া এবং সুন্নী জামেয়া মাদরাসায় দ্বীনি কাজের ব্যবস্থা করা, সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা সাপ্তাহিক মাদানী মুযাকারা, বিভিন্ন তারবিয়্যতী ইজতিমায় সুন্নী জামেয়া মাদরাসার ছাত্রদের অংশগ্রহন করানো আর তাদের জন্য উপযুক্ত সেবার ব্যবস্থা করা আল্লাহ পাক ওলামা মাশায়িকের সাথে যোগাযোগ বিভাগ কে আরো উন্নতি দান করুক এবং আমাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে একনিষ্টভাবে সম্পৃক্ততা দান করুক اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইশকে রাসূলের দাবী

    হে আশিকানে রাসূল! আমরা হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবনীর বিভিন্ন দিক বিশেষ রাসূলের ভালোবাসা সম্পর্কে শ্রবণ করছিলাম নিঃসন্দেহে বর্তমানে অধিকাংশ মুসলমান নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রেমিক ভালবাসার দাবী করে থাকে, কিন্তু মনে রাখবেন! এই দাবী তখনই সত্য হিসেবে মানা হবে, যখন ইশকে রাসূলের দাবী (Demands) অনুযায়ী সত্যিকার অর্থে আমল করবে রাসূলের ভালবাসা কোন জিনিষের দাবী করে? আসুন! সম্পর্কে শ্রবণ করি:

(১) আনুগত্য ও অনুসরন

    ভালবাসার একেবারে মূল দাবী হলো যে, মাহবুবের আনুগত্য ও অনুসরন করা, সুতরাং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যে সকল বিষয়ের আদেশ ইরশাদ করেছেন তার উপর আমল করা, যে সকল কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, যে সকল বিষয় পছন্দ করেছেন তা নিজের পছন্দের অংশ বানানো এবং যে সকল বিষয় সম্পর্কে ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তার প্রতি ঘৃণা এবং অসন্তুষ্টি প্রকাশ করা। মনে রাখবেন! মুসলমানের প্রতি আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নির্দেশ