Book Name:Imam Malik Ki Seerat
(ইরান) এবং মিশরের উন্নতমানের কাপড়ও পরিধান করতেন। তাঁর পোষাক অধিকাংশ সাদা হতো এবং তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আতরও লাগাতেন। (বুস্তানুল মুহাদ্দীসিন, ১৩ পৃষ্ঠা)
আলিমে মদীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপাধী সমূহ
তাঁকে ইমামুল আয়িম্মা (ইমামদের ইমাম), আলিমে মদীনা এবং ইমামে দারূল হিজরাতি উপাধী দ্বারাও স্মরণ করা হয়।
আলিমে মদীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওস্তাদদের সংখ্যা
আল্লামা যুকানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৯০০ থেকেও বেশি ওলামায়ে কিরামের নিকট থেকে ইলম অর্জন করেন।
(শরহে যুরকানী আলাল মুয়াত্তা, ১/৩৫)
শিক্ষা ও পাঠদান ও ফতোয়া প্রদান
হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সতের বছর বয়সে ইলমে দ্বীনের পাঠদান শুরু করেন। তাঁর ওস্তাদরাও তাঁর নিকট মাসআলা সমাধানের জন্য আসতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রায় সত্তর (৭০) বছর পর্যন্ত ফতোয়া লিখেন এবং মানুষকে ইলমে দ্বীন শিখাতে থাকেন। প্রসিদ্ধ ও পরিচিত তাবেঈনে কিরামগণ رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن তাঁর নিকট থেকে ফিকাহ ও হাদীসের জ্ঞান অর্জন করেন। (সীরাতু আ’লামুন নিবালা, ৭/২৮৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলিমে মদীনা হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন সেই মহান মুহাদ্দীস ও ফকীহ, যিনি মুহাদ্দীসিন ও ফুকহায়ে কিরামদের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن মধ্যে একটি বিশেষ (Special) মর্যাদা অর্জন করেন। আসুন! তাঁর সম্মান ও প্রশংসায় প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করি:
ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শানে দু’টি বর্ণনা
(১) ইরশাদ করলেন: ইলম শেষ হয়ে যাবে তবে আলিমে মদীনার চেয়ে বেশি ইলম ওয়ালা (জ্ঞানী) অবশিষ্ট থাকবে না।
(তিরমিযী, আবওয়াবুল ইলম, ১/৩১১, হাদীস নং-২৬৮৯)