Book Name:Imam Malik Ki Seerat
মান্য করা ওয়াজিব। যেমনটি ৯ম পারার সূরা আনফালের প্রথম আয়াতের আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اَطِیۡعُوا اللّٰہَ وَ رَسُوۡلَہٗۤ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ (۱)
(পারা ৯, সূরা আনফাল, আয়াত ১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো, যদি মুমনি হও।
ভালবাসার একটি দাবী এটাও যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অত্যধিক আদব ও সম্মান করা। আল্লাহ পাক তাঁর পবিত্র কালামে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আদব ও সম্মান করার আদেশ ইরশাদ করেছেন, যেমনটি ২৬ পারার সূরা ফাতাহ এর ৯নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ رَسُوۡلِہٖ وَ تُعَزِّرُوۡہُ وَ تُوَقِّرُوۡہُ ؕ
(পারা ২৬, সূরা ফাতাহ, আয়াত ৯)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর রাসূলের আদব ও সম্মান প্রদর্শন করো।
বান্দা যাকে ভালবাসার দাবী করে তার অধিকহারে আলোচনাও করে থাকে, কেননা সত্যিকার আশিকের তার মাহবুরের আলোচনায় স্বাদ অনুভুত হয়। যেহেতু প্রেম ও ভালবাসার কেন্দ্র হলো নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র স্বত্বা, তাই আমাদের উচিৎ যে, আমারা অধিক তাঁর আলোচনা করা। দুলে দুলে তাঁর নাত পাঠ করা এবং শুনা, তাঁর শান বর্ণনা করা এবং শুনা আর তাঁর প্রতি অধিকহারে দরূদ শরীফ পাঠ করতে থাকা, اِنْ شَآءَ الله এর অসংখ্য বরকত অর্জিত হবে।
(৪) বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে শত্রুতা
ভালবাসার দাবীর মধ্যে আরো একটি দাবী হলো যে, যেমনিভাবে একজন সত্যিকার আশিকের তার মাহবুবের সাথে সম্পর্কযুক্ত প্রতিটি জিনিষের প্রতি ভালবাসা হয়ে থাকে, আপন মাহবুবের বন্ধু এবং তাঁর আত্মীয়দের প্রতি ভক্তি হয়ে থাকে, তেমনিভাবে তাঁর শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা, তাদের সাথে সম্পর্ক (Relation) না রাখাও