Imam Malik Ki Seerat

Book Name:Imam Malik Ki Seerat

ভালবাসার দাবী সুতরাং আমাদের উচিৎ যে, আমরাও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কযুক্ত জিনিষকে ভালবাসা, তাঁর বন্ধুদের অর্থাৎ সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এবং তাঁর আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এর প্রতি ভালবাসা ভক্তি পোষন করা, তাঁর স্বত্বা এবং তাঁর সাথে সম্পর্কযুক্ত বিষয়ের প্রতি বেআদবীকারীদের থেকে বেঁচে থাকা এবং অপরকে বাঁচানো

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি, তবে শুধু ইশকে মুস্তফা নসীব হবে না বরং এর দাবী পুরণ করার চিন্তাও নসীব হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সর্বদা সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

চলা-ফিরার সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা ১৬৩ মাদানী ফুল থেকে চলা-ফিরার সুন্নাত আদব শ্রবণ করি: পারা ১৫ সূরা বনী ইসরাঈল আয়াত নং ৩৭ এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لَا تَمْشِ فِی الۡاَرْضِ مَرَحًا ۚ       اِنَّکَ لَنۡ تَخْرِقَ الۡاَرْضَ وَلَنۡ  تَبْلُغَ الْجِبَالَ طُوۡلًا (۳۷)

(পারা ১৫, সূরা বনি ইসরাঈল, আয়াত ৩৭)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ভূ-পৃষ্ঠে অহংকার করে চলাফেরা করো না, নিশ্চয় কখনো তুমি ভূ-পৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পাহাড় সমান হতে পারবে না

* প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এক ব্যক্তি দুইটি চাদর পরিহিত অবস্থায় অহংকার করে চলছিল এবং গর্ব করছিল। আল্লাহ পাক তাকে ভূ-পৃষ্ঠে ধ্বসিয়ে দিলেন, সে কিয়ামত পর্যন্ত ধ্বসতেই থাকবে। (মুসলিম, ১১৫৬ পৃষ্ঠা, হাদীস নং- ২০৮৮) * প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ