Book Name:Imam Malik Ki Seerat
যতক্ষণ পর্যন্ত সেই বৈঠকে হাদীস সমূহ পাঠ করা হতো ওখানে ততক্ষণ পর্যন্ত লোবান ও আগর বাতি জ্বালিয়ে রাখতেন।” (বুস্তানুল মুহাদ্দিসীন, ১৯-২০ পৃষ্ঠা)
বিচ্ছু ১৬বার দংশন করার পরও হাদীসের দরস অব্যাহত রাখেন
হযরত আবদুল্লাহ্ ইবনে মোবারক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “হযরত আবু আবদুল্লাহ্ ইমাম মালেক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীসের দরস দিচ্ছিলেন, এমতাবস্থায় বিচ্ছু তাঁকে ১৬বার দংশন করে। প্রচণ্ড ব্যথায় তাঁর চেহারা মোবারক হলুদ বর্ণ হয়ে গিয়েছিলো (অর্থাৎ হলদে বর্ণ ধারণ করেছিলো), কিন্তু হাদীসের দরস অব্যাহত রেখেছিলেন (এবং পার্শ্ব পর্যন্ত পরিবর্তন করেননি)। যখন দরস শেষ হলো এবং সবাই চলে গেলো তখন আমি আরয করলাম: ‘হে আবু আবদুল্লাহ্! আজ আমি আপনার মাঝে একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি! বিচ্ছু আপনাকে ১৬বার দংশন করেছে তিনি বললেন: ‘হ্যাঁ! কিন্তু আমি রাসূলের হাদীসের প্রতি সম্মানের কারণে ধৈর্যধারণ করেছি।’
(আশ শিফা, ২য় খন্ড, ৪৬ পৃষ্ঠা)
হযরত মুসআব বিন আবদুল্লাহ্ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “হযরত ইমাম মালেক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইশ্কে রাসূল এমন ছিলো যে, তাঁর সামনে যখন নবী করীম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোচনা হতো, তখন তাঁর চেহারার রং পরিবর্তন (Change) হয়ে যেতো আর কোমর মোবারক ঝুঁকে। একদিন এ ব্যাপারে তাঁর নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: ‘যদি তোমরা তা দেখতে, যা আমি দেখি, তবে তোমরা আমার প্রতি অভিযোগ করতে না।” (আশিকানে রাসূলের ১৩০টি ঘটনাবলী, ২৬ পৃষ্ঠা) আমি ক্বারীদের সর্দার হযরত মুহাম্মদ বিন মুনকাদির رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে যখন কোন হাদীস জিজ্ঞাসা করতাম তখন তিনি হাদীসের মহত্ব এবং রাসূলের স্মরণে কান্না করে দিতেন, এমনকি আমার তাঁর প্রতি দয়া হতে থাকতো। (আশ শিফা, ২য় খন্ড, ৪১-৪২ পৃষ্ঠা) আহ! আমাদেরও যদি ইশকে রাসূল এবং নবীর স্মরণে কান্না নসীব হয়ে যেতো।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও খাঁকে মদীনার সম্মান
হযরত ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “আমি হযরত ইমাম মালেক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরজায় খোরাসান কিংবা মিসরের ঘোড়া (Horses) বাঁধা অবস্থায় দেখলাম, যা তাঁকে