Imam Malik Ki Seerat

Book Name:Imam Malik Ki Seerat

এর প্রতি জোরও প্রদান করতেন যেহেতু তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনার আলিমও ছিলেন, সুতরাং যদি রাসূলের রওযার দিকে মুখ করে দোয়া করা নাজায়িয বা শিরিক হতো তবে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অবশ্যই এই কাজ করতে বাঁধা দিতেন এবং কখনোই এর অনুমতি দিতেন না তাঁর প্রেম যেনো এটাই বলছিলো যে, কাবার গুরুত্ব মহত্ব অস্বীকার করছি না, কিন্তু মনে রাখবেন! জগতে যারই যা কিছু অর্জিত হয়েছে বরং অর্জিত হচ্ছে হবে, তা সবই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকাতেই অর্জিত হচ্ছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! এবার আলিমে মদীনা হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করি

হযরত ইমাম মালিকের জন্ম ও বংশ পরিক্রমা

    হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সৌভাগ্যময় জন্ম বিশুদ্ধ তথ্য অনুযায়ী (রবিউল আউয়াল মাসে) ৯৩ হিজরীতে মদীনা মুনাওয়ারায় হয়েছে (তাযকিরাতুল হিফায, ১ম অংশ, /১৫৭) তাঁর নাম মালিক এবং উপনাম আবু আব্দুল্লাহ তাঁর বংশ পরিক্রমা হলো: মালিক বিন আনাস বিন মালিক বিন আবু আমের তারঁ প্রপিতামহ (Great grandfather) আবু আমের ইয়েমেন থেকে মদীনা মুনাওয়ারা স্থান্তারিত হয়ে ইসলামের নেয়ামত দ্বারা ধন্য হন এবং সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন (তারতীবে মাদারিক, /৪৭) হাদীসে পাকের প্রসিদ্ধ কিতাব মুয়াত্তা ইয়া মালিক হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সুপ্রসিদ্ধ রচনা (তারতীবে মাদারিক, /১০০,১০১) হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওফাত মদীনা মুনাওয়ারায় ১৭৯ হিজরী রবিউল আউয়াল মাসেই হয় জান্নাতুল বাক্বীতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদা হযরত ইব্রাহিম رَضِیَ اللهُ عَنْہُ এর পাশেই তাঁকে দাফন করা হয়

(তাযাকিরাতুল হুফফায, /১৫৭ ওয়াফিয়াতিল ইয়ান, /)

আলিমে মদীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আকৃতি মুবারক

    হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘদেহী, সুসাস্থ্যবান, ফর্সা ছিলেন। মাথা এবং দাড়ির চুল ছিলো সাদা, খুবই উন্নতমানের পোষাক পরিধান করতেন। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আদন শহরের তৈরীকৃত খুবই উন্নত ও দামী কাপড় পরিধান করতেন। এছাড়াও খোরাসান