Book Name:Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam

          যাকে আমি কালিমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়েছি, সে ছিলো কুস্তুনতুনিয়ার (ইস্তাম্বুল) অধিবাসী এক অমুসলিম আমি তাকে মুসলমান বানিয়ে সপ্তম আবিদের জায়গায় নিযুক্ত করে দিলাম। তারপর বললেন, হে আবু হাসান যতক্ষণ আমি বেঁচে থাকবো এই ঘটনা কাউকে বলবে না।

(বাহজাতুল আসরার, পৃষ্ঠা- ১৩৮)

 

আউলিয়ায়ে কিরামের দোয়ার মহিমা

          প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক যে হাদীসে ক্বুদসীতে আউলিয়ায়ে কিরামের শান বর্ণনা করেছেন তার শেষে আল্লাহ পাক ইরশাদ করেন: وَاِنْ سَأَلَنِي لَاُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَاُعِيذَنَّهُ - এবং যদি তারা আমর কাছে প্রার্থনা করে, আমি তাদের দিই যদি তারা আমার আশ্রয় চায়, আমি তাদের আশ্রয় দিই। জানা গেলো যে- আউলিয়ায়ে কিরামের দরবারের শান হলো যে, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া ফিরিয়ে দেন না বরং কবুল করেন।

 

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِর দোয়ার মহিমা

          শায়খ আবু মুযাফফর ইসমাইল বনী আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমার বাগানে ২টি খেজুরের গাছ ছিলো সেগুলো একেবারে শুকিয়ে গিয়েছিলো, ৪ বছর ধরে ফল ধরছিলো না আমি কেটে ফেলার চিন্তা করছিলাম তারপর হলো কী? আমার কপাল খুলে গেলো। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার বাগানে তাশরীফ আনলেন তিনি একটি খেজুরের গাছের নিচে ওযু করলেন, অপরটির নিচে নামায পড়লেন তারপর আমার জন্য দোয়া করলেন- আল্লাহ পাক তোমার জমিন, দিরহাম, পাল্লা এবং গৃহপালিত পশুতে বরকত দান করুক তাঁর দোয়ার এই বরকতে * সেই বছর আমার আয় পূর্বের চেয়ে কয়েক গুণ বেড়ে গেলো * এক দিরহাম খরচ করলে কয়েক গুণ মুনাফা হতো * গমের ১০০ বস্তা সংগ্রহ করে তা থেকে ৫০ বস্তা সদকা করে দিলাম অবশিষ্টগুলো ব্যবহার করতে থাকলাম পরে গুনে দেখলাম আগের মতো ১০০ বস্তাই মজুদ আছে * একইভাবে আমার গৃহপালিত পশু এতো বেড়ে গেলো যে, তা গুনে শেষ করা যেতো না এবং তাঁর দোয়ার এই বরকত বছরের পর বছর আমার জন্য জারি ছিলো (বাহজাতুল আসরার, পৃষ্ঠা- ৯১)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই হলো আমাদের পীরানে পীর, পীর দস্তগীর, হুযুর গাউসে আযম, বড় পীর শায়খ আব্দুল ক্বাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র অনন্য মহিমা! আমরা এতক্ষণ হাদীসে ক্বুদসীর আলোকে তাঁর শান , মহত্ব এবং কারামতের বয়ান শুনলাম। এবার আসুন, সব শেষে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র প্রিয় এবং খাঁটি মুরীদের একটি গুণ মনোযোগ দিয়ে শুনি -

 

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِর খাঁটি মুরীদ কে?

          হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: رِجَالِی فِی هَوَاجِرِهِمْ صِیَام وَ فِی ظُلْمِ اللِّیَالِی کَالْلَآلِی অর্থাৎ আমার খাঁটি মুরীদ হলো সেই, যে দুপুরের প্রচন্ড গরমে রোযা রাখে। আমার মুরীদ রাতের অন্ধকারে আলোর প্রদীপস্বরূপ