Book Name:Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam

 

আল্লাহর প্রতি ভালবাসা প্রকাশের উপায়

          আল্লাহ পাক হাদীসে ক্বুদসীতে ইরশাদ করেন: وَمَا تَقَرَّبَ اِلَيَّ عَبْدِي بِشَيْءٍ اَحَبَّ اِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ اِلَيَّ بِالنَّوَافِلِ বান্দা যে সকল উপায়ে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ফরয আর আমার বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। এই হলো আল্লাহর সাথে ভালবাসা প্রকাশের উপায় এবং আল্লাহর নৈকট্য অর্জন করার সঠিক পন্থা বান্দা ফরযগুলো আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে আদায় করবে রমযানুল মুবারকের রোযা পুরোপুরি রাখবে হজ ফরয হলে হজ্জ আদায় করবে যাকাত ফরয হলে যাকাত পরিপূর্ণভাবে আদায় করবে পিতামাতার আদব করবে প্রতিবেশীর সাথে সদাচরণ করবেকাউকেই অন্যায়ভাবে কষ্ট দেবে না প্রতিটি বিষয়ে যা পালন করা ফরয তা আদায় করবে এর পাশাপাশি নফলও আদায় করবে পাঁচ ওয়াক্ত নামায পড়বে. পাশাপাশি তাহাজ্জুদও পড়বে তার সাথে ইশরাক, চাশত এবং আওয়াবীনের নফল নামাযও পড়বে ফরয রোযা রাখবে পাশাপাশি নফল রোযাও রাখবে যাকাত আদায় করবে, তার সাথে নফল সদকা, দান-খয়রাতও করবে পিতামাতার আদব করবে সাথে সাথে তাদের সাথে আরো বেশি সদাচরণ করবে এভাবে সকল বিষয়ের ফরয পূরণ করবে, এর পাশাপাশি নফল নেকীও অর্জন করবে। এতে কী উপকার হবে? আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হবে। এতে প্রমাণিত হবে যে- এই বান্দা আসলেই আল্লাহ পাককে ভালবাসে। যদি বান্দা নিয়মিত একনিষ্ঠতা সহকারে সকল ফরয আদায় করে, পাশাপাশি নফল নেক আমলও করতে থাকে- তবে আল্লাহ পাকের রহমত, দয়া ও অনুগ্রহ নসীব হয়ে গেলে اِنْ شَآءَ الله সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে আর আল্লাহ পাক চাইলে তাকে বেলায়তের মুকুটও দান করবেন।

 

          اَلْحَمْدُ لِلّٰه হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্মগত ওয়ালী তিনি আল্লাহ পাকের ওয়ালী, বন্ধু ও প্রিয় বান্দা হয়েই দুনিয়াতে আগমন করেন। তারপর সারা জীবন ইবাদত ও রিয়াযতে অতিবাহিত করেন তিনি নিয়মিতভাবে ফরয আদায় করতেন এর পাশাপাশি সুন্নাতের উপরও আমল করতেন নফল ইবাদতও অধিকহারে করতেন, এমনকি মুস্তাহাবও (অর্থাৎ শরীয়তের পছন্দনীয় কাজ) নিয়মিতভাবে পালন করতেন।

 

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং অধিক ইবাদত

          বাহজাতুল আসরার শরীফে রয়েছে- হুযুর গাউসে পাক, বড়পীর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন- * আমি কারখের জঙ্গলে বহু বছর অবস্থান করেছি * লতা-পাতা, ফল-মূল ইত্যাদি খেয়ে জীবন ধারণ করেছি * একজন লোক প্রতি বছর উলের একটি জুব্বা পরার জন্য আনতো, তা আমি পরতাম * আমি দুনিয়ার ভালবাসা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বহু সাধনা করেছি * আমি লোকচক্ষুর অন্তরালে থাকতাম * আমার নীরবতার কারণে মানুষ আমাকে বোবা, মূর্খ ও পাগল বলতো * আমি কাঁটার উপর খালি পায়ে হাঁটতাম * ভয়ঙ্কর গুহা ও ভয়ানক উপত্যকায় নির্দ্বিধায়