Book Name:Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam
هَوَاجِر - দুপুরের প্রচন্ড গরমকে বলা হয়। অর্থাৎ হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলছেন, আমার সত্যিকার মুরীদ হলো সেই, যে দুপুরের প্রচন্ড গরমে রোযা রাখে- এ কথার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো - যখন গুনাহের তীব্রতা বেড়ে যায়, শয়তান গুনাহের দিকে আহ্বান করে; তখন মানুষ নফসে আম্মারার কামনার ফাঁদে পড়ে যায়। আমার মুরীদ এমন পরিস্থিতিতেও নফসের কামনা পূরণ করা থেকে বিরত থাকে। গুনাহের দিকে অগ্রসর হয় না। গুনাহের সুযোগ যতই থাকুক এর দিকে ফিরেও তাকায় না। শয়াতানের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে। নফসের কামনাকে পরাস্ত করে শরীয়ত ও সুন্নাতের পথে জীবন যাপন করে আর
وَ فِی ظُلْمِ اللِّیَالِی کَالْلَآلِی
অর্থাৎ আমার মুরীদ রাতের অন্ধকারে আলোকিত প্রদীপস্বরূপ। যখন সমাজে গুনাহের অন্ধকার বেড়ে যায়। অনৈতিকতা, নিলর্জ্জতা, অশ্লীলতা, অত্যাচার, নিপীড়ন এবং অবাধ্যতার অন্ধকার ছেয়ে যায়। তখন আমার মুরীদ হেদায়তের প্রদীপ হয়ে প্রজ্জ্বলিত হয়। মুবাল্লিগ হয়ে নেকীর দাওয়াতের প্রসার ঘটিয়ে সমাজের অন্ধকারকে আলোয় পরিণত করে ।
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র মুরীদ। আমরাও যেনো তাঁর সত্যিকার, খাঁটি মুরীদ হয়ে যাই *নিজেও নেককার হই, অপরকেও নেকীর দাওয়াত দিই * নিজেও নফসের কামনা থেকে বিরত থাকি, অপরকেও নফস ও শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করার চেষ্টা করি * নিজেও গুনাহ থেকে বিরত থাকি আর অপরকেও গুনাহের চোরাবালি থেকে বের করে আনি * নিজেও চরিত্রবান হই এবং সমাজেও সৎচরিত্রতার আলো ছড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد