Book Name:Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam

          আমরা তখনো নিজেদের মধ্যে এ নিয়ে আলাপ করছিলাম আচমকা জঙ্গল থেকে দুটি তীব্র চিৎকার শুনতে পেলাম, যা পুরো জঙ্গলে গুঞ্জন করে উঠলো ডাকাতরাও ভয় পেয়ে গেলো। তারপর কিছুক্ষণের মধ্যেই ডাকাতদের একজন ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের কাছে এসে বললো- এসো, তোমাদের মালামাল নিয়ে যাও আর দেখো আমাদের কি অবস্থা হয়েছে? আমরা দ্রুত ডাকাতদের কাছে পৌঁছলাম, তাদের দু’জন সর্দারই মরে পড়ে আছে তাদের পাশে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র মুবারক খড়ম জোড়া রাখা ছিলো। ব্যস, আমরা খড়মগুলো তুলে নিলাম, নিজেদের মালামাল নিলাম আর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র দরবারে নযরানা পেশ করতে হাজির হয়ে গেলাম। (কালায়িদুল জাওয়াহির, পৃষ্ঠা-৬৮)

 

 আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চাওয়া কেমন?

          কারো মনে এমন কুমন্ত্রণা আসতে পারে যে, আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চাওয়া উচিৎ না কেননা, যখন খোদ আল্লাহ পাক সাহায্য করতে সক্ষম তবে গাউসে পাক বা অন্য বুযুর্গের কাছে সাহায্য কেনো চাইবে? এর উত্তর হলো- এটা শয়তানের খুবই ভয়ঙ্কর আক্রমণ আর জানিনা এভাবে শয়তান কত মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে অথচ, আল্লাহ পাক অন্য কারো সাহায্য চাইতে নিষেধ করেননি বরং পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অন্যদের সাহায্য চাওয়ার অনুমতি দিয়েছেন। যাইহোক, গাউসে পাক বা অন্য বুযুর্গের সাহায্য কোনোভাবেই গায়রুল্লাহর সাহায্য নয় এ সাহায্য মূলত আল্লাহরই সাহায্য গাউসে পাক যে সাহায্য করেন তা নিজের ক্ষমতাবলে নয় বরং আল্লাহ প্রদত্ত ক্ষমতাবলে করেন। দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ পাক সাহায্যের জন্য ফিরিশতাদের পাঠিয়েছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন-

 

اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَى الْمَلٰٓىٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْاؕ-

(পারা ৯, সূরা আনফাল, আয়াত ১২)              কানযুল ঈমান থেকে অনুবাদ: যখন হে মাহবূব, আপনার রব ফিরিশতাদের কাছে ওয়াহী প্রেরণ করতেন, ‘আমি তোমাদের সাথে আছি। তোমরা মুসলমানদেরকে অবিচলিত রাখো।

 

          এখানে দেখুন, ফিরিশতারা তো গায়রুল্লাহ। আল্লাহ পাক খোদ ফিরিশতাদের আদেশ দিচ্ছেন- হে ফিরিশতারা, ঈমানদারদের অবিচলিত রাখো, আমি তোমাদের সাথে আছি।

 

          একটু ভেবে দেখুন, আল্লাহ পাক ফিরিশতাদের পাঠিয়েছেন আল্লাহ পাক চাইলে ফিরিশতা ছাড়াও সাহায্য করতে পারতেন আল্লাহ পাক চাইলে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র শত্রুরা নিজের ঘরেই অন্ধ হয়ে যেতো, বদরের ময়দানে আসতেই পারতো না কিন্তু আল্লাহ পাক ফিরিশতাদের পাঠালেন কেন? এই জন্য যে, তিনি হলেন আল্লাহ, তিনিই রব, তিনিই ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করেন, তাঁর কাজে প্রশ্ন তোলার সাহস কারোরই নেই