Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam

Book Name:Hadees e Qudsi Aur Shan e Ghous e Azam

ঢুকে যেতাম * দুনিয়া সজ্জিত হয়ে আমার সামনে প্রকাশিত হলো, কিন্তু اَلْحَمْدُ لِلّٰه আমি তার দিকে মনযোগ দেইনি * আমার নফস মাঝে মাঝে আমার সামনে মিনতি করতো যে, আপনার যা মর্জি তাই হবে, তাই করবো আর মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করতো * আল্লাহ পাক আমাকে এই নফসের উপর বিজয় দান করতেন * আমি অনেকদিন মাদায়িনের মরু প্রান্তরে ছিলাম এবং নিজের নফসকে মুজাহাদায় (অর্থাৎ কঠোর সাধনায়) নিয়োজিত রাখতাম * এক বছর পতিত বস্তু আহার করতাম, কোনো পানি পান করতাম না, পরের এক বছর শুধুমাত্র পানি দিয়ে জীবন ধারণ করতাম, অন্য কোনো খাবার আহার করতাম না * আমার উপর বহু কঠিন বিপদ আসতো * একবার প্রচণ্ড শীতের রাতে আমাকে এভাবে পরীক্ষা করা হয়েছে যে, যতবার ঘুমে চোখ বন্ধ হয়, ততবার আমার গোসল ফরয হয়ে যায়। আমি প্রতিবারেই সাথে সাথে নদীতে এসে গোসল করি। এভাবে করে আমি সে রাতে ৪০ বার গোসল করেছি। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা- ১৬৫)

 

          হে আশিকানে রাসূল, আপনারা দেখতে পেলেন যে আমাদের গাউসুল আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আপন রবের নৈকট্য অর্জন, আপন নানাজান, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্টি, নফস ও শয়তানকে কাবু করা, দুনিয়ার ভালবাসা ত্যাগ করা , গুনাহের রোগ থেকে নিজেকে রক্ষা করা, খোদার সৃষ্টিকে সরল পথে আনা, মুবাল্লিগ হওয়ার মর্যাদা অর্জন করা, দুনিয়ায় নেকীর দাওয়াতের প্রসার ঘটানো এবং অসংখ্য অমুসলিমকে ইসলামের ছায়াতলে আনার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম ও সাধনা করে গেছেন। আমাদের পক্ষে হয়তো হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র ন্যায় মুজাহাদা করা সম্ভবপর হবে নাকিন্তু মনে সাহস রেখে সামান্য প্রচেষ্টা তো চালাতে পারি

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

আউলিয়ায়ে কিরামের শান ও কারামত

          প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হাদীসে ক্বুদসী শুনলাম আল্লাহ পাক এই হাদীসে ক্বুদসীতে ইরশাদ করেন: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। অর্থাৎ বাহ্যিকভাবে সবার কান দেখতে একই। কিন্তু পার্থক্য হলো আল্লাহর ওয়ালীর কানে খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতা বিদ্যমান থাকে তারা আমাদের মতো বায়ুতরঙ্গের সাহায্যে নয় বরং খোদায়ী (অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ) ক্ষমতার সাহায্যে শোনে।

 

গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِর কান মুবারকের কারামত

          তাফরীহুল খাতির-এ উল্লেখ রয়েছে- হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র সময়কালে তাঁর এক মহিলা মুরীদ ছিলো একবার ঐ মহিলা নিজের কোনো প্রয়োজনে পাহাড়ের গুহার দিকে