Book Name:Behtareen Khatakar Kon

(পারা ২, সূরা বাকারা, আয়াত ২২২)        কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আল্লাহ অধিক তাওবাকারীদের পছন্দ করেন।

 

          (৩) তাওবাকারীদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে, আল্লাহ পাক ইরশাদ করেন:

فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِہٖ وَ اَصْلَحَ  فَاِنَّ اللّٰہَ یَتُوْبُ عَلَیْہِ ؕ

(পারা ৬, সূরা মায়িদা, আয়াত ৩৯)                    কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং যে ব্যক্তি যুলুম করার পর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়ে ফিরে চান।

 

          (৪) আর তাওবা করার একটি অন্যতম উপকারীতা হলো যে, তাওবাকারীর গুনাহ নেকীতে পরিবর্তন করে দেয়া হয়, আল্লাহ পাক ইরশাদ করেন:

اِلَّا مَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰہُ سَیِّاٰتِہِمْ  حَسَنٰتٍ ؕ وَ کَانَ  اللّٰہُ  غَفُوْرًا  رَّحِیْمًا

(পারা ১৯, সূরা ফোরকান, আয়াত ৭০)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: কিন্তু যে ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে আর সৎকাজ করবে, তবে এমন লোকদের মন্দকাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

 

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা পরম করুনাময় ও অসীম দয়ালু প্রতিপালকের কিরূপ অনুগ্রহ, বান্দা তাওবা করলো তখন তার গুনাহ নেকীতে পরিবর্তন করে দেয়া হয়।

 

কিয়ামতের দিন এক গুনাহগারের উপর দয়া

          অদৃশ্যের সংবাদদাতা নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে আনা হবে, নির্দেশ হবে: তার সগিরা গুনাহ তার সামনে উপস্থাপন করো! অতএব এক এক করে তার গুনাহ উপস্থাপন করা হবে, সে প্রত্যেকটি স্বীকার করতে থাকবে আর ভীত সন্ত্রস্ত হবে যে, এখনই কবীরা গুনাহের পালা আসবে, ইতিমধ্যে নির্দেশ হবে: তোমার প্রতিটি গুনাহের স্থলে একটি করে নেকী (দান করা হলো)। তখন সে বলবে: মাওলা! এখনো তো অনেক বড় বড় গুনাহ রয়েছে, যেগুলো উল্লেখই হয়নি। হযরত আবু যর গিফারী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এতটুকু ইরশাদ করে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমনভাবে মুচকি হাসলেন যে, পেছনের দাড়ি মুবারক প্রকাশ পেলো।

(মুসলিম, কিতাবুল ঈমান, বাবু আদনা আহলুল জান্নাত মঞ্জিলাতু ফিহা, ৯৩ পৃষ্ঠা, হাদীস: ১৯০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ২৮ এর প্রতি উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ থেকে মুক্তি পেতে, আল্লাহ ও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগত বান্দা হতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করুন! মাদানী কাফেলায়