Book Name:Behtareen Khatakar Kon

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

তোমার তাওবা মাকবুল

          প্রসিদ্ধ সাহাবিয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইক্তিদায় ইশার নামায পড়ে ফিরে যাচ্ছিলাম, আমি দেখলাম যে, এক মহিলা নিজেকে সম্পূর্ণরুপে আবৃত করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সে আমাকে ডেকে বললো: হে আবু হুরায়রা! আমার অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার কি তাওবার সুযোগ আছে? আমি তাকে গুনাহের বিস্তারিত জিজ্ঞাসা করলাম, সে খুলে বললো, তখন আমি বললাম: তুমি ধ্বংস হয়েছো আর অন্যকেও ধ্বংসে পতিত করেছো (এতো বড় গুনাহ করার পরও তাওবার আশা করছো), আল্লাহ পাকের শপথ! তোমার জন্য কোন তাওবা নেই।

 

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: সেই মহিলা যখনই আমার কথা শুনলো তখন তার উপর তিরস্কার ও অনুশোচনার প্রাধান্য বিস্তার করলো, সে প্রচন্ডভাবে কাঁপতে লাগলো আর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলো। আমি আমার পথে চলে গেলাম।

          অতঃপর আমার মনে হলো যে, আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের মাঝে বিদ্যমান রয়েছেন, আমি তাঁকে জিজ্ঞাসা না করেই হুকুম শুনিয়ে দিলাম, অতএব সকাল হলো তখন আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলাম, তাঁর খেদমতে সম্পূর্ণ ঘটনা খুলে  বললাম, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কথা শুনে ইরশাদ করলেন: اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ, হে আবু হুরায়রা! তুমি নিজেও ধ্বংস হলে আর সেই মহিলাকেও ধ্বংসে নিক্ষেপ করলে, তোমার কি আল্লাহ পাকের এই বাণীটি মনে নেই:

اِلَّا مَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰہُ سَیِّاٰتِہِمْ  حَسَنٰتٍ ؕ وَ کَانَ  اللّٰہُ  غَفُوْرًا  رَّحِیْمًا (۷۰)

(পারা: ১৯, সূরা ফোরকান, আয়াত: ৭০)        কানযুল ঈমান থেকে অনুবাদ: কিন্তু যে ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে আর সৎকাজ করবে তবে এমন লোকদের মন্দকাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দেবেন; এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

 

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ যখন আয়াতে করীমা ও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী শুনলেন তখন তাঁর অনুভূতি হলো যে, আমি ভুল মাসআলা বলে দিয়েছি, তাঁর উপর এই অনুভূতি এতোটা প্রভাব ফেললো যে, তিনি মদীনা মুনাওয়ারার অলিগলিতে ঘোষণা করতে লাগলেন: এক মহিলা রাতে আমার নিকট মাসআলা জিজ্ঞাসা করেছিলো, কেউ কি বলতে পারো সেই মহিলাটি কে? তিনি সারাদিন এভাবে ঘোষণা করতে রইলেন, এমনকি যখন রাত হলো তখন ঐ মহিলাকে গতকালের সেই জায়গায় দাঁড়ানো অবস্থায় পেলেন, (হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন) আমি তাকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী শুনালাম এবং বললাম যে, নিশ্চয় তোমার জন্য তাওবার সুযোগ রয়েছে (অর্থাৎ আল্লাহ পাক বড়ই ক্ষমাশীল, তুমি তাওবা