Behtareen Khatakar Kon

Book Name:Behtareen Khatakar Kon

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সুগন্ধি লাগানোর সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সুগন্ধি লাগানোর সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: আমার তোমাদের দুনিয়ায় তিনটি বস্তু পছন্দ: সুগন্ধি, মহিলা ও আমার চোখের শীতলতা নামায। (সুনানে নাসায়ি, ৬৪৪ পৃষ্ঠা, হাদীস: ৩৯৪৫) (২) ইরশাদ করেন: চারটি বিষয় নবীদের সুন্নাতের অন্তর্ভূক্ত: বিবাহ, মিসওয়াক, লজ্জা ও সুগন্ধি লাগানো। (মিশকাতুল মাসাবীহ, কিতাবুত ত্বহারাত, ১/৮৮, হাদীস: ৩৮২) * নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা) * জুমার নামাযের জন্য সুগন্ধি লাগানো মুস্তাহাব। (বাহারে শরীয়ত, ১/৭৭৪ পৃষ্ঠা, খন্ড: ৪) * নামাযে আল্লাহর প্রতি মুনাজাত রয়েছে, তাই এর জন্য পরিপাটি হওয়া, আতর লাগানো মুস্তাহাব। (নেকীর দাওয়াত, ২০৭ পৃষ্ঠা) * নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদা উত্তম সুগন্ধি ব্যবহার করতেন আর অন্যদেরকেও এর শিক্ষা দিতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * অপ্রীতিকর গন্ধ অর্থাৎ দূর্গন্ধ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অপছন্দ করতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * পুরুষদের নিজের পোষাকে এমন সুগন্ধি ব্যবহার করা উচিৎ, যার সুগন্ধি ছড়ায় কিন্তু রঙের চিহ্ন ইত্যাদি দৃশ্যমান না হয়। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা)  

 

ঘোষণা

          সুগন্ধি লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে সুতরাং তা জানার জন্য অবশ্যই তরবিয়্যতি অংশগ্রহন করবেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ