Book Name:Behtareen Khatakar Kon
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সুগন্ধি লাগানোর সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: আমার তোমাদের দুনিয়ায় তিনটি বস্তু পছন্দ: সুগন্ধি, মহিলা ও আমার চোখের শীতলতা নামায। (সুনানে নাসায়ি, ৬৪৪ পৃষ্ঠা, হাদীস: ৩৯৪৫) (২) ইরশাদ করেন: চারটি বিষয় নবীদের সুন্নাতের অন্তর্ভূক্ত: বিবাহ, মিসওয়াক, লজ্জা ও সুগন্ধি লাগানো। (মিশকাতুল মাসাবীহ, কিতাবুত ত্বহারাত, ১/৮৮, হাদীস: ৩৮২) * নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা) * জুমার নামাযের জন্য সুগন্ধি লাগানো মুস্তাহাব। (বাহারে শরীয়ত, ১/৭৭৪ পৃষ্ঠা, খন্ড: ৪) * নামাযে আল্লাহর প্রতি মুনাজাত রয়েছে, তাই এর জন্য পরিপাটি হওয়া, আতর লাগানো মুস্তাহাব। (নেকীর দাওয়াত, ২০৭ পৃষ্ঠা) * নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদা উত্তম সুগন্ধি ব্যবহার করতেন আর অন্যদেরকেও এর শিক্ষা দিতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * অপ্রীতিকর গন্ধ অর্থাৎ দূর্গন্ধ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অপছন্দ করতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * পুরুষদের নিজের পোষাকে এমন সুগন্ধি ব্যবহার করা উচিৎ, যার সুগন্ধি ছড়ায় কিন্তু রঙের চিহ্ন ইত্যাদি দৃশ্যমান না হয়। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা)
সুগন্ধি লাগানোর অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে সুতরাং তা জানার জন্য অবশ্যই তরবিয়্যতি অংশগ্রহন করবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ