Book Name:Behtareen Khatakar Kon

সফর ও নেক আমলের উপর আমল করুন, এর বরকতে اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসিব হবে। দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ আমাদের শেখায় যে, আমাদের গুনাহ থেকে সর্বদা বেঁচে থাকতে হবে আর যদি খোদা না করুক কোন গুনাহ হয়ে যায় তবে তৎক্ষণাৎ তাওবা করে নেয়া উচিৎ, তাওবা করার ক্ষেত্রে দেরী করা উচিৎ নয়। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেকী করার ও গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস গড়ার জন্য যেই ৭২টি নেক আমলদান করেছেন তার মধ্যে একটি হলো নেক আমল নাম্বার ২৮ আর তা হলো আপনি কি আজ مَعَاذَ الله (আল্লাহর পানাহ) গুনাহ হয়ে যাওয়া অবস্থায় সাথেসাথেই তাওবা করেছেন?” এটি এমন একটি নেক আমল যে, এর উপর আমলকারী গুনাহ থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবে, তবুও যদি মানবীয় কারণে গুনাহ হয়ে যায় তবে তৎক্ষণাৎ তাওবাও করে নিবে এবং ইস্তিগফার করার সুযোগও পাবে। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের উপর আমল করার তাওফিক দান করো। اٰمِين

 

মাদানী চ্যানেল প্রচার মজলিস

          اَلْحَمْدُ لِلّٰه মাদানী চ্যানেল যখন থেকে এসেছে, ঘরে ঘরে মাদানী বসন্ত এসে গেছে। এই শতভাগ ইসলামী চ্যানেলের মাধ্যমে ঘরে বসে ইলমে দ্বীন শেখা অনেক সহজ হয়ে গেছে। এই কথাটিও শতভাগ সত্য যে, এটি একটি পরিপূর্ণ ইসলামী চ্যানেল, কেননা এতে মিউজিক নেই, এতে বেপর্দা মহিলা নেই, এতে নাচ গান নেই, এতে অশ্লীলতা নেই, اَلْحَمْدُ لِلّٰه মাদানী চ্যানেল হলো ঐ চ্যানেল, যা যখনই অন করবেন তখন কিছু না কিছু ইলমে দ্বীনই শেখার সুযোগ হবে। কখনো কুরআন তিলাওয়াত তো কখনো হামদে বারী, কখনো নাত শরীফ তো কখনো সুন্নাতে ভরা বয়ান, কখনো শিশুদের ইসলামী প্রশিক্ষণ তো কখনো রুহানী চিকিৎসা, মোটকথা মাদানী চ্যানেল সমাজ পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করছে। আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর বাণী অনুযায়ী মাদানী চ্যানেলের সম্প্রচার ঘরে ঘরে পৌঁছাতে ও এ সংশ্লিষ্ট সমস্যাদী সমাধান করতে মাদানী চ্যানেল প্রসার মজলিসগঠন করা হয়েছে। এই মজলিস তার বিভাগের সাথে সম্পৃক্ত কার্যাদির জন্য সচেষ্ট রয়েছে। এই মজলিসের কার্যাদিতে রয়েছে বিশ্বের সকল দেশ বিশেষকরে যেখানে মুসলমান বসবাস করে আর এর পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে মাদানী চ্যানেল চালু করা। অনুরূপভাবে বিভিন্ন জনসমাগমের স্থানে মাদানী চ্যানেল ও এর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রচার করা, চ্যানেলের সাথে সম্পৃক্ত পর্যায়ের মানুষকে নেকীর দাওয়াত দেয়া, তাদেরকে যেলি হালকা ১২টি দ্বীনি কাজে অংশগ্রহনের মানসিকতা দেয়া ও মাদানী চ্যানেলকে শিশুদের মাঝে প্রচার করার জন্য বিভিন্ন স্কুল ইত্যাদিতে মাদানী চ্যানেলের শিশুদের অনুষ্ঠানগুলোর পরিচিতি তুলে ধরাও এই মজলিসের দায়িত্বের অন্তর্ভূক্ত। একদিকে দাওয়াতে ইসলামীর সকল যিম্মাদার ও মুবাল্লিগগণ মাদানী চ্যানেল প্রচার মজলিসএর সদস্য। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়ার অংশীদার হওয়ার জন্য আপনিও মাদানী চ্যানেল প্রচার করার কাজে এই বিভাগের সঙ্গ দিন।