Behtareen Khatakar Kon

Book Name:Behtareen Khatakar Kon

          যাইহোক! যে ফেইসবুকে, ইউটিউবে, ইনস্ট্রাগ্রামে অথবা ওয়াটসঅ্যাপ (WhatsApp) ইত্যাদিতে ভুল মাসআলা পোস্ট করে দিয়েছে তবে তার উচিৎ যে, দ্রুত তা সংশোধন করা, যেমন; এভাবে লিখবে যে, অমুকদিন আমি অমুক পোস্ট করেছিলাম, তাতে এই ভুল ছিলো, সঠিক এটি, সুতরাং আমি নিজের জন্য তাওবা করছি ও কথাটি ফিরিয়ে নিচ্ছি।

          আর এসবকিছুর সবচেয়ে উত্তম সমাধান হলো যে, যা কিছুও শেয়ার করার, ওলামায়ে কিরামকে দেখিয়ে শিয়ার করা এবং একটি আরো সহজ সমাধান হলো যে, দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.netGallery নামে একটি অপশন রয়েছে, তাতে মুফতিয়ানে কিরামের চেক করা ইসলামী পোস্ট বিদ্যমান রয়েছে, সেখান থেকে পোস্ট ডাউনলোড করে তা শেয়ার করুন, অনুরূপভাবে এই ওয়েব সাইটে একটি অপশন আছে: Public Service Message এতে খুবই চমৎকার দ্বীনি ও সংশোধনী শর্ট ভিডিও ক্লিপস রয়েছে, এগুলোও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাওয়াব অর্জন করতে পারেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

যেনো গুনাহই করেনি

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ এর শিক্ষনীয় ঘটনা শ্রবণ করেছি, এ থেকে একটি গুরুত্বপূর্ণ মাদানী ফুল এটা জানতে পারলাম যে, মানুষ যত বড় গুনাহই করুক না কেনো, যদি সে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়, আল্লাহ পাকের প্রতি ফিরে আসে তবে আল্লাহ পাক তার তাওবা কবুল করেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلتَّائِبُ مِنَ الذَّنْبِ کَمَن لَّاذَنْبَ لَہٗ গুনাহ থেকে তাওবাকারী এমন যেনো সে গুনাহই করেনি। (ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, বাবু যিকরে তাওবা, ৬৮৯ পৃষ্ঠা, হাদীস: ৪২৫০)

 

মানুষের উপর আল্লাহ পাকের অনুগ্রহসমূহ

          হযরত আব্দুল্লাহ বিন উবাইদ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহ পাকের নবী ও আমাদের সকল মানুষের সম্মানীত পিতা হযরত আদম عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে দয়ালু প্রতিপালক! তুমি শয়তানকে আমার শত্রু বানিয়েছো, কিন্তু আমার সন্তানরা তার মোকাবেলা করার সামর্থ্য রাখে না। আল্লাহ পাক ইরশাদ করেন: হে আদম! আপনার সন্তানদের মধ্যে (কিয়ামত পর্যন্ত যেই মানবই সৃষ্টি হবে) আমি তার সাথে একজন হেফাযতকারী ফেরেশতা নিযুক্ত করবো, যে তাকে শয়তান থেকে হেফাযত করবে। হযরত আদম عَلَیْہِ السَّلَام আরয করলেন: মাওলা! আরও দয়া করো। আল্লাহ পাক ইরশাদ করেন: হে আদম! আপনার সন্তানরা একটি নেকীর প্রতিদান দশগুণ পাবে আর এতে আরও বৃদ্ধি করবো আর গুনাহ একটিই লেখা হবে এবং তা আমি মুছে দিবো। হযরত আদম عَلَیْہِ السَّلَام আবার আরয করলেন: মাওলা! আরও দয়া করো। আল্লাহ পাক ইরশাদ করেন: হে আদম! যতক্ষণ পর্যন্ত রূহ মানুষের দেহে থাকবে, আমি তার তাওবা কবুল করতে থাকবো।                                                                      (তানবীহুল গাফিলিন, বাবু তাওবা, ৫২ পৃষ্ঠা) 

 

          سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রতিপালক কতো বড় দয়ালু, কতো বড় করুনাময়, অতএব যখনই কোন গুনাহ হয়ে যায় তখন দয়ালু প্রতিপালকের দরবারে হাজির হয়ে